ডিজিটাল যুগকেও হার মানাচ্ছে রাভাদের হাতের জাদু! কাঠকয়লা আর চুনে তৈরি ফ্লেক্স দেখতে চিলাপাতায় পর্যটকদের ভিড়

আলিপুরদুয়ারের চিলাপাতার রাভা জনজাতির যুবক-যুবতীরা আজও নিজেদের হাতে আঁকা ফ্লেক্স দিয়ে অনুষ্ঠানের সাজসজ্জা করেন। কোনো প্রথাগত প্রশিক্ষণ ছাড়াই তাঁরা চট বা কাপড়ের ওপর কাঠকয়লা, চুন এবং ভেষজ রঙ ব্যবহার করে নিখুঁত ছবি ফুটিয়ে তোলেন। কালো রঙের জন্য তাঁরা বিভিন্ন পাতা পুড়িয়ে তাতে তেল মিশিয়ে এক বিশেষ মিশ্রণ তৈরি করেন।

ডিজিটাল ফ্লেক্সের চাকচিক্যের চেয়ে পর্যটকরা এই হাতে তৈরি ফ্লেক্স দেখতে বেশি পছন্দ করেন। চিলপাতা পয়েন্টে সকাল থেকে এই শিল্পীদের কাজ দেখতে ভিড় জমছে। শিল্পী জয়ন্তী রাভার মতে, এটি তাঁদের বংশপরম্পরায় চলে আসা শিল্প যা তাঁরা বড়দের দেখে শিখেছেন। চিলাপাতার প্রাকৃতিক পরিবেশ আর মনের কল্পনা থেকেই উঠে আসে তাঁদের এই অসামান্য সৃজনশীলতা।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy