ট্রোলিং-এর শিকার এলি অ্যাভরাম,’বডি কাউন্ট’ নিয়ে কড়া জবাব অভিনেত্রীর, বললেন—’মহিলারাই কেন নিশানা?’

ইউটিউবার আশিস চঞ্চলানির সঙ্গে ছবি ভাইরাল হওয়ার পর মাসখানেক ধরে ব্যাপক ট্রোলিং-এর মুখে পড়েছিলেন অভিনেত্রী এলি অ্যাভরাম। সেই সময় অশ্লীল ‘বডি কাউন্ট’ মন্তব্য করে তাঁকে তীব্রভাবে আক্রমণ করা হয়। যদিও পরে জানা যায়, তাঁদের ভাইরাল হওয়া ছবিটি ছিল আসলে একটি রোম্যান্টিক গান ‘চান্দানিয়া’-এর প্রচারের জন্য করা একটি প্র্যাঙ্ক মাত্র। তবে সেই সময় ট্রোলিং-এর শিকার হওয়া এলি অ্যাভরাম এবার মুখ খুললেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী স্পষ্ট করে জানিয়েছেন, কেন সবসময় মহিলাদেরকেই নিশানা করা হয়, পুরুষদের কেন নয়? তাঁর মতে, এই ধরনের কদর্য এবং নারীবাদী মন্তব্য করার পিছনে রয়েছে সম্ভবত ‘খুব আঘাতপ্রাপ্ত’, ‘হতাশাগ্রস্ত’ পুরুষেরা।

 

‘বডি কাউন্ট’ কথার অর্থ জানতেন না এলি

 

এলি অ্যাভরাম টাইমস নাও-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তাঁর Gen-Z বন্ধুরা ‘বডি কাউন্ট’ শব্দের অর্থ বুঝিয়ে দেওয়ার আগে পর্যন্ত তিনি এর মানে জানতেন না। শব্দটি ‘কদর্য’ উল্লেখ করে তিনি ট্রোলারদের তীব্র সমালোচনা করে বলেন, “আমার মনে হয় এটা সবসময় মহিলাদের সঙ্গেই ঘটে। পুরুষদের ক্ষেত্রে এমন হয় না। সবসময় আমরাই; আমরাই কি তবে শয়তান। এটা সমাজ, জীবন আর হতাশ পুরুষদের কাজ, সম্ভবত খুব আঘাতপ্রাপ্তও—আমরা তাদের জন্য শুধু প্রার্থনা করতে পারি এবং আরও আলো দিয়ে আশীর্বাদ করতে পারি যাতে তারা আরও পরিণত হয়, আরোগ্য লাভ করে এবং নারী ও মানুষ হিসাবে সম্মান করতে শেখে।”

তিনি আরও ব্যাখ্যা করেন, “বডি কাউন্ট-এর মানে অন্য কিছু, যা সত্যি বলতে আমারও জানা ছিল না যতক্ষণ না আমার Gen-Z-এর লোকেরা আমাকে এর মানে বোঝালো। আপনি শারীরিকভাবে কতজন মানুষের সঙ্গে ছিলেন, সেটাই এর মানে। তাই এটি খুবই কদর্য ছিল।”

এলি এই সময়ে তাঁকে সমর্থন করার জন্য উরফি জাভেদের প্রশংসা করেন এবং জানান, উরফি সেই মানুষ যিনি সত্যিই সব বিষয়ে কথা বলেন। উল্লেখ্য, জুলাই মাসেই আশিস চঞ্চলানিও সোশ্যাল মিডিয়ায় ট্রোলারদের নিন্দা করে লিখেছিলেন, “যারা নোংরা কথা বলছে, তারা আমার দর্শক/অনুরাগী নয়।”

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy