টার্গেটের ওপর ঘুরপাক খাবে মিসাইল! DRDO-র নতুন অস্ত্রে কাঁপবে শত্রু শিবির।

ভারতীয় বায়ুসেনার শক্তি বহুগুণ বাড়িয়ে দিতে এক অত্যাধুনিক প্রযুক্তির ‘এয়ার লঞ্চড ক্রুজ মিসাইল’ (ALCM) তৈরির কাজ শুরু করল ডিআরডিও (DRDO)। এই ক্ষেপণাস্ত্রটির বিশেষত্ব হলো এর ‘লোইটারিং’ ক্ষমতা। অর্থাৎ, উৎক্ষেপণের পর এটি সরাসরি লক্ষ্যে আঘাত না করে বেশ কিছুক্ষণ নির্দিষ্ট এলাকার ওপর ঘোরাফেরা করবে এবং ড্রোনের মতো লাইভ ভিডিও বা তথ্য যুদ্ধবিমানের অপারেটরের কাছে পাঠাবে।

এই মিসাইলটির পাল্লা প্রায় ২৫০ কিলোমিটার। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো ‘হিউম্যান-ইন-দ্য-লুপ’ কন্ট্রোল। যুদ্ধবিমানে থাকা অফিসার আগে ভিডিও দেখে লক্ষ্যবস্তু শনাক্ত করবেন, তারপর চূড়ান্ত হামলার সবুজ সংকেত দিলেই মিসাইলটি আছড়ে পড়বে। এতে ভুল লক্ষ্যে আঘাত হানার ঝুঁকি প্রায় শূন্য হয়ে যাবে।

৫০ কিলোগ্রাম ওজনের শক্তিশালী ওয়ারহেড বহনকারী এই ক্ষেপণাস্ত্রটি মডুলার ডিজাইনে তৈরি হচ্ছে। ফলে এতে প্রয়োজন অনুযায়ী ইনফ্রারেড সিকার বা জিপিএস গাইডেন্স সিস্টেম লাগানো সম্ভব। স্থলভাগ এবং সমুদ্র—উভয় ক্ষেত্রেই স্থির বা চলন্ত শত্রু জাহাজ ও সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দিতে এটি হবে বায়ুসেনার তুরুপের তাস। বিশেষ করে দ্রুত অবস্থান পরিবর্তনকারী লক্ষ্যবস্তু ধ্বংস করতে এই ‘স্মার্ট মিসাইল’ বিপ্লব ঘটাতে চলেছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy