ডিসেম্বর মাসের শুরুতেও অর্থনীতির ক্ষেত্রে মিশ্র পরিস্থিতি দেখা যাচ্ছে। যেখানে একদিকে চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে দেশের অর্থনৈতিক বৃদ্ধি প্রত্যাশা ছাপিয়ে ৮.২ শতাংশ হয়েছে (রিজার্ভ ব্যাঙ্ক আশা করেছিল ৭%), সেখানে শেয়ার বাজার কিন্তু সেই সাফল্যকে সেভাবে স্বাগত জানায়নি। এর চেয়েও বড় উদ্বেগের বিষয় হলো ভারতীয় মুদ্রার দামের পতন।টাকার দামে বড় পতন:রেকর্ড দর: ডলারের বিনিময়ে টাকার দাম কমে ৯০ টাকা ছাড়িয়ে গিয়েছে। মনে করা হচ্ছে, আগামীতে এই দাম ৯১ টাকাও ছাড়িয়ে যেতে পারে।এশিয়ার সবচেয়ে খারাপ মুদ্রা: ২০২৫ সালে এখনও পর্যন্ত টাকার দাম কমেছে ৫ শতাংশেরও বেশি, যার ফলে এটি বর্তমানে এশিয়ার সবচেয়ে খারাপ ফলাফল করা মুদ্রায় পরিণত হয়েছে।দ্রুত পতন: মাত্র ৭৭৩টি ট্রেডিং সেশনে ভারতীয় মুদ্রা ৮০ থেকে ৯০-তে নেমে এসেছে।টাকার দাম কমলে ভারতের কী কী সুবিধা?টাকার দাম কমলে সাধারণ মানুষের কিছু ক্ষেত্রে ক্ষতি হলেও, অর্থনীতির জন্য কিছু গুরুত্বপূর্ণ সুবিধা তৈরি হতে পারে:খাত/ক্ষেত্রসুবিধাকারণরফতানি বৃদ্ধিবিদেশের বাজারে ভারতীয় পণ্যের চাহিদা বাড়বে।টাকার দাম কমলে বিদেশের বাজারে ভারতীয় পণ্যের দাম কমে যায়, ফলে চাহিদা বাড়ে।আইটি সেক্টরতথ্য-প্রযুক্তি সংস্থাগুলোর আয় বাড়বে।ভারত আইটি পরিষেবা রফতানি করে; টাকার দাম কমলে এই পরিষেবার খরচও কমবে, ফলে সংস্থার লাভ বাড়বে।ফার্মাসিউটিক্যাল খাতএই খাত থেকে ভারতে আসা অর্থের পরিমাণ বাড়বে।আইটি-র মতোই ফার্মাসিউটিক্যালসও রফতানি নির্ভর, ফলে লাভবান হবে।রেমিট্যান্স বৃদ্ধিবিদেশে থাকা ভারতীয়রা দেশে বেশি টাকা পাঠাতে উৎসাহিত হবে।ডলার থেকে টাকায় রূপান্তরিত করার সময় আগের তুলনায় বেশি টাকা আসবে, যা দেশের সরকার ও পরিবারের জন্য লাভজনক।সরকারের লক্ষ্য:কেন্দ্র সরকার জিএসটি এবং হোম লোন-সহ বিভিন্ন লোনের সুদের হার কমিয়েছে, এবং রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেটও কমিয়েছে। এই সবের উদ্দেশ্য হলো দেশের মানুষের হাতে উদ্বৃত্ত টাকা রাখা, যাতে লেনদেন ও কেনাকাটা বাড়ে এবং দেশের অর্থনীতি আরও দ্রুত এগিয়ে যেতে পারে।
Home
OTHER NEWS
টাকার দামে রেকর্ড পতন! ডলারের বিপরীতে ৯০ টাকা ছাড়াল; রফতানি ও আইটি খাতে কীভাবে লাভবান হবে ভারত?
Related Posts
পুতিনের দিল্লি সফরে চূড়ান্ত হতে পারে ব্রহ্মোস এনজি চুক্তি; আরও দ্রুত, আরও মারাত্মক ক্ষেপণাস্ত্র হাতে পেতে চলেছে ভারত
‘প্রশাসনের অবহেলায় মৃত্যু’ মৃত BLO-দের পরিবারকে আর্থিক সাহায্য ও নিরাপত্তার দাবিতে সিইও অফিসের বাইরে বিক্ষোভ ও ধর্না
পুতিনকে ঘিরে বিতর্কের সুর! ‘বিদেশি অতিথিদের বিরোধী দলনেতার সঙ্গে দেখা করতে দিচ্ছে না সরকার’, বিস্ফোরক রাহুল গান্ধী