টয়লেট ক্লিনার দিয়ে নিজেই নিজেকে জখম করেন ছাত্রী! দিল্লি অ্যাসিড হামলায় নাটক ফাঁস, গ্রেফতার বাবা-মেয়ে

দিল্লি ইউনিভার্সিটির ছাত্রী নিগ্রহের ঘটনায় বেলায় বেলায় নাটকীয় মোড়। গত সপ্তাহে দিল্লির অশোক বিহার এলাকায় লক্ষ্মীবাই কলেজের সামনে দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর ওপর অ্যাসিড হামলার অভিযোগ উঠেছিল তিন যুবকের বিরুদ্ধে। মূল অভিযুক্ত ইশান ও আরমান-সহ তিনজনের নাম সামনে আসে। অভিযোগ ছিল, উত্যক্ত করার পর যুবকের দল তার মুখে অ্যাসিড ছুঁড়ে মারে।

তবে তদন্তে নেমে দিল্লি পুলিশ চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে। পুলিশ সূত্রে খবর, এই অ্যাসিড হামলার পুরো ঘটনাটাই ছিল সাজানো। যুবতী তাঁর বাবার কথামতো, বাবার বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থা ও ব্ল্যাকমেইলের অভিযোগের পালটা দিতেই এই হামলার মিথ্যা গল্প ফেঁদেছিলেন।

তদন্তকারীদের জেরার মুখে ছাত্রীর বাবা আকিল খান নিজেই এই বড় সত্যটি স্বীকার করেছেন। তিনি জানান, তাঁর ও তাঁর মেয়ের বিরুদ্ধে ধর্ষণ এবং ব্ল্যাকমেইলের অভিযোগ আনা যুবকের স্ত্রী ও তাঁদের আত্মীয়দের ফাঁসাতেই এই মিথ্যা আক্রমণের গল্প তৈরি করা হয়েছিল। পুলিশ জানতে পেরেছে, যুবতী নিজের বাড়ি থেকে আনা টয়লেট ক্লিনার ব্যবহার করে নিজের দুই হাতে আঘাত করেছিলেন। অ্যাসিড হামলার সময় দ্রুত মুখ ঢাকার ফলে তাঁর দুই হাত পুড়ে যায়।

এর আগে মূল অভিযুক্তের স্ত্রী ছাত্রীর বাবার বিরুদ্ধে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের পাল্টা অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই ছাত্রীর বাবাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। এবার ভুয়ো গল্প এবং ষড়যন্ত্রের জন্য পুলিশ ওই যুবতী এবং তাঁর বাবার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর প্রাসঙ্গিক ধারায় আইনি ব্যবস্থা নিতে চলেছে। তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে, অ্যাসিড হামলার মামলায় অভিযুক্ত অন্য দুই ব্যক্তি ঘটনার সময় আগ্রায় তাঁদের মায়ের সাথে ছিলেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy