জ্যান্ত পুড়িয়ে মারার প্রতিবাদে রাজপথে শুভেন্দু! ইউনুস সরকারকে চরম হুঁশিয়ারি বিজেপি নেতার।

বাংলাদেশে হিন্দু যুবক দীপু চন্দ্র দাসকে ‘নবী অবমাননার’ মিথ্যা অভিযোগে নৃশংসভাবে পিটিয়ে ও জ্যান্ত পুড়িয়ে মারার ঘটনায় এবার রণংদেহি মেজাজে শুভেন্দু অধিকারী। এই পৈশাচিক হত্যাকাণ্ডের প্রতিবাদে সোমবার কলকাতায় বাংলাদেশ হাই কমিশন অভিযানের ডাক দেন বিরোধী দলনেতা। কয়েক হাজার কর্মী-সমর্থককে সঙ্গে নিয়ে মিছিলে নেতৃত্ব দেন তিনি, যা ঘিরে পার্ক সার্কাস এলাকায় উত্তেজনা ছড়ায়।

বক্তব্যের শুরুতেই শুভেন্দু অধিকারী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে তীব্র আক্রমণ করেন। তিনি দাবি করেন, ইউনুসের শাসনামলে বাংলাদেশে হিন্দুদের ওপর পরিকল্পিত গণহত্যা ও অত্যাচার চলছে। একইসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও একযোগে নিশানা করেন তিনি। শুভেন্দুর অভিযোগ, “ওদিকে ইউনুস হিন্দুদের শেষ করছেন, আর এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটব্যাঙ্কের রাজনীতি করতে গিয়ে সেই মৌলবাদীদের তোষণ করছেন।”

শুভেন্দু সাফ জানান, দীপু দাসের রক্ত বৃথা যাবে না। আন্তর্জাতিক মহলে এই পাশবিকতার বিচার চাইবে বিজেপি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ বন্ধ না হয়, তবে আগামী দিনে ভারত-বাংলাদেশ সীমান্তে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। হাই কমিশন অভিযানের পর শুভেন্দুর এই জোড়া আক্রমণ রাজ্য তথা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy