জ্বলছে বাংলাদেশ, উত্তাল বারাণসী! ইউনুস সরকারকে চরম হুঁশিয়ারি শিবসেনার

বাংলাদেশে দীপু দাসের নৃশংস হত্যাকাণ্ড এবং হিন্দু সম্প্রদায়ের ওপর লাগাতার ইসলামিক চরমপন্থী হামলার প্রতিবাদে এবার উত্তাল হয়ে উঠল বারাণসী। মঙ্গলবার উত্তরপ্রদেশের পবিত্র এই শহরে শিবসেনার কর্মীরা ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেন। বাংলাদেশে হিন্দুদের ওপর ঘটে চলা অমানবিক নির্যাতনের বিরুদ্ধে সরব হয়ে এদিন মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে চরম বার্তা দিয়েছে হিন্দুত্ববাদী এই সংগঠনটি।

বিক্ষোভকারীরা জানান, বাংলাদেশে পরিকল্পিতভাবে হিন্দুদের নিশানা করা হচ্ছে, যা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। বারাণসীর রাস্তায় মিছিলে অংশ নিয়ে শিবসেনা কর্মীরা ইউনুস সরকারের কুশপুত্তলিকা দাহ করেন এবং ভারত সরকারকে এই বিষয়ে দ্রুত কড়া হস্তক্ষেপ করার দাবি জানান। শিবসেনার পক্ষ থেকে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে, বাংলাদেশে হিন্দুদের সুরক্ষা নিশ্চিত না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। দীপু দাসের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না বলে সরব হয়েছেন সংগঠনের স্থানীয় নেতৃত্ব। এই বিক্ষোভের জেরে এদিন বারাণসীর রাজপথ উত্তপ্ত হয়ে ওঠে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy