অসমের প্রিয় গায়ক জুবিন গর্গের (Zubeen Garg) অকাল মৃত্যু শোক আজও কাটিয়ে উঠতে পারেনি রাজ্যবাসী। এর মধ্যেই রাজ্যের ভোটার তালিকা সংশোধনের (Voter List Revision) কাজ চলাকালীন প্রকাশ্যে এল এক চরম আবেগঘন ঘটনা। একজন বুথ লেভেল অফিসার (BLO) নিয়ম ভেঙে গায়কের নাম তালিকা থেকে বাদ দিতে অস্বীকার করেছেন। তাঁর কথায়, “জুবিনদা অমর!”
সাধারণত, বিশেষ পুনর্বিবেচনার (Special Revision) সময় মৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়ার নিয়ম। কিন্তু জুবিন গর্গের (৫২) নির্বাচনী এলাকার দায়িত্বপ্রাপ্ত বিএলও মহম্মদ তাফিজ উদ্দিন দরজায় দরজায় যাচাই করতে গিয়ে আবেগ সামলাতে পারেননি। ভোটার তালিকায় গায়কের ছবির পাশে তিনি নিজের হাতে লিখে দেন— “তুমি অমর হয়ে থাকো এবং শান্তিতে ঘুমাও।”
নিয়মের ঘেরাটোপে পড়তে নারাজ: নির্বাচন কমিশনের (ECI) স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও তাফিজ উদ্দিন সাংবাদিকদের বলেন, “অসমবাসীর মনে জুবিন গর্গ শুধু এক শিল্পী নন, তিনি আমাদের প্রাণ, আমাদের গলার স্বর। তাঁকে ‘মৃত’ হিসেবে চিহ্নিত করতে মন সায় দিচ্ছিল না। তালিকা যাচাই করতে গিয়ে আবেগ সামলানো কঠিন হয়ে পড়েছিল।” জানা যায়, ভোটারের মৃত্যু হলেও পরিবারের তরফে ফর্ম ৭ জমা না পড়লে বিএলও নিজে থেকে নাম কাটতে পারেন না। কিন্তু এই ঘটনাটি ছিল সম্পূর্ণ আবেগতাড়িত। জুবিনের পরিবারের সদস্যরা এই মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর তা দ্রুত ভাইরাল হয়।
রহস্যজনক মৃত্যু ও তদন্ত: প্রসঙ্গত, গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরের সমুদ্রে স্কুবা ডাইভিং (Scuba Diving) করতে নেমে রহস্যজনকভাবে মৃত্যু হয় জুবিন গর্গের। এই ঘটনা নিয়ে রাজ্য জুড়ে ৬০টিরও বেশি অভিযোগ দায়ের হয়। ঘটনার তদন্তে অসম সরকার উচ্চ পর্যায়ের বিশেষ তদন্ত দল (SIT) গঠন করেছে এবং গুয়াহাটি হাইকোর্টের বিচারপতি সৌমিত্র সাইকিয়ার নেতৃত্বে এক সদস্যের বিচার কমিশনও গঠন করা হয়েছে। এই ঘটনায় ফেস্টিভ্যাল আয়োজক, জুবিনের ম্যানেজার-সহ মোট সাতজনকে গ্রেফতারও করা হয়েছে।