‘জুতো বাঁধতে পারে না, সে কী করে ফাঁস লাগাল?’ আলিপুরে নাবালিকার মৃত্যুতে প্রতিবেশীদের ক্ষোভের আগুন! আঙুল উঠল কাদের দিকে?

দক্ষিণ কলকাতার ভবানীপুর থানা এলাকায় একটি ষষ্ঠ শ্রেণির ছাত্রীর রহস্যজনক মৃত্যু ঘিরে চরম চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার ওই নাবালিকার ঝুলন্ত দেহ বাড়ির ওয়ার্ড্রোব থেকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় নাবালিকার বাবা ও সৎ মায়ের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অকথ্য মানসিক ও শারীরিক অত্যাচার চালানোর গুরুতর অভিযোগ উঠেছে।

এই ঘটনায় প্রতিবেশী এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে। তাঁদের অভিযোগ, নাবালিকার পরিবারের সঙ্গে এক চাঞ্চল্যকর পারিবারিক জটিলতা জড়িত, যার কেন্দ্রে রয়েছে আর জি কর কাণ্ডে চিকিৎসক খুন-ধর্ষণ মামলায় একমাত্র দোষীসাব্যস্ত সঞ্জয় রায়।

পারিবারিক রহস্য: মায়ের অস্বাভাবিক মৃত্যু ও মাসির সঙ্গে বাবার বিয়ে
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত নাবালিকাটি আর জি কর কাণ্ডে দোষী সাব্যস্ত ও সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়ের ভাগ্নি। এই পরিবারের জটিলতা একাধারে ভয়াবহ:

মৃত নাবালিকার মা ববিতা ছিলেন সঞ্জয় রায়ের দিদি। কয়েক বছর আগে তাঁরও ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছিল।

স্থানীয়দের দাবি, নাবালিকার বাবা ভোলা সিং তাঁর প্রথম স্ত্রী ববিতার সঙ্গে বিয়ের পর থেকেই শ্যালিকা পূজার (সঞ্জয়ের অন্য দিদি) সঙ্গে সম্পর্কে জড়ান।

স্ত্রী ববিতার অস্বাভাবিক মৃত্যুর পরই ভোলা সিং তাঁর শ্যালিকা পূজাকে বিয়ে করেন। পূজা হলেন বর্তমানে মৃত নাবালিকার সৎ মা।

প্রতিবেশীদের অভিযোগ, দ্বিতীয় বিয়ের পর থেকেই সৎ মা পূজা ও বাবা ভোলা সিং নাবালিকার ওপর অকথ্য অত্যাচার শুরু করেন।

নেপথ্যে ‘সঞ্জয় রায়’ যোগ?
উত্তেজিত প্রতিবেশীদের মুখেই জানা যায়, মৃত শিশুটির মা ববিতা ও সৎ মা পূজা উভয়েই সঞ্জয় রায়ের বোন। নাবালিকার মা ববিতার মৃত্যু নিয়েও আগে থেকেই রহস্য ছিল। এবার এই নাবালিকা মেয়ের অস্বাভাবিক মৃত্যুতে অনেকেই সরাসরি খুনের অভিযোগ তুলেছেন।

এক প্রতিবেশী ক্ষোভের সঙ্গে প্রশ্ন তুলেছেন, “যে মেয়ে জুতোর ফিতে বাঁধতে জানে না, সে কী করে গলায় ফাঁস লাগাবে?”—যা ঘটনাটিকে স্বাভাবিক আত্মহত্যা মানতে নারাজ স্থানীয়রা।

মঙ্গলবার নাবালিকার বাবা ও সৎ মায়ের ওপর প্রতিবেশীদের ক্ষোভ আছড়ে পড়ে। যদিও পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তে খুনের কোনও ইঙ্গিত এখনও মেলেনি। তবে সব অভিযোগই খতিয়ে দেখা হচ্ছে এবং পারিবারিক সম্পর্কের জটিলতা বিবেচনায় রেখে তদন্ত শুরু হয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy