জিও-র বাম্পার অফার! ২০০ টাকারও কমে আনলিমিটেড ৫জি ডেটা এবং ফ্রি কলিং, সঙ্গে আর কী কী সুবিধা?

ভারতের টেলিকম বাজারে সবচেয়ে বড় শেয়ারধারী কোম্পানি রিলায়েন্স জিও (Jio) সুলভ মূল্যের রিচার্জ প্ল্যানগুলির কারণে গ্রাহকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। অন্যান্য টেলিকম অপারেটরের তুলনায় জিও সবসময়ই তার গ্রাহকদের সেরা দামে বেশি সুবিধা দেওয়ার চেষ্টা করে। এবার কোম্পানি এমন এক অফার এনেছে, যেখানে ইউজাররা মাত্র ২০০ টাকারও কম খরচে আনলিমিটেড ৫জি ডেটার সুবিধা উপভোগ করতে পারবেন, সঙ্গে থাকছে ফ্রি ভয়েস কলিং এবং এসএমএসের সুবিধাও।Jio-র ২০০ টাকার নিচের আনলিমিটেড ৫জি প্ল্যান: ₹১৯৮রিলায়েন্স জিও-র সবচেয়ে কম দামের আনলিমিটেড ৫জি প্ল্যানের মূল্য হলো ১৯৮ টাকা। এই প্ল্যানে রিচার্জ করলে ব্যবহারকারীরা নিম্নলিখিত সুবিধাগুলি পাবেন:সুবিধাবিবরণমূল্য₹১৯৮বৈধতা১৪ দিন (দুই সপ্তাহ)৫জি ডেটা৫জি ব্যবহারযোগ্য অঞ্চলে আনলিমিটেড ৫জি ডেটা (কোনো দৈনিক সীমা প্রযোজ্য নয়)৪জি ডেটাপ্রতিদিন ২ জিবি (৪জি ব্যবহারকারী বা ৫জি পরিষেবা অনুপলব্ধ অঞ্চলের জন্য)ভয়েস কলিংআনলিমিটেড ভয়েস কলিং (দেশের যেকোনো নম্বরে ফ্রি কল)এসএমএসপ্রতিদিন ১০০টি এসএমএসঅতিরিক্ত সুবিধাJioTV এবং JioAICloud প্ল্যাটফর্মের অ্যাক্সেসকারা পাবেন এই সুবিধা?এই ৫জি অফারটি শুধুমাত্র সেইসব গ্রাহকদের জন্য প্রযোজ্য, যাদের:১. এলাকায় জিও-র ৫জি নেটওয়ার্ক উপলব্ধ রয়েছে।২. কাছে ৫জি সাপোর্ট করা স্মার্টফোন রয়েছে।দীর্ঘ মেয়াদের ৫জি প্ল্যানের বিকল্প:যদি কোনো গ্রাহক আরও দীর্ঘ সময়ের জন্য আনলিমিটেড ৫জি ডেটার সুবিধা নিতে চান, তবে জিও-র আরও কিছু প্ল্যান বেছে নিতে পারেন। এই প্ল্যানগুলোতেও একইভাবে আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন ১০০টি এসএমএস এবং JioTV ও JioAICloud-এর মতো পরিষেবা পাওয়া যাবে।প্ল্যান মূল্যবৈধতা₹৩৪৯২৮ দিন₹৪৪৫২৮ দিন₹৬২৯৫৬ দিন₹৮৫৯৮৪ দিনসবমিলিয়ে, যারা দ্রুত গতির ইন্টারনেট, নিরবচ্ছিন্ন কলিং এবং বাড়তি খরচ ছাড়াই ৫জি অভিজ্ঞতা পেতে চান, তাদের জন্য জিও-র ১৯৮ টাকার এই প্ল্যানটি নিঃসন্দেহে সবচেয়ে সেরা বিকল্প।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy