জাফরাবাদ হত্যাকাণ্ডে ঐতিহাসিক রায়, বাবা-ছেলেকে খুনের দায়ে ১৩ জনের যাবজ্জীবন!

মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার জাফরাবাদ গ্রামে বাবা ও ছেলেকে নৃশংসভাবে খুনের ঘটনায় ঐতিহাসিক রায় দিল জঙ্গিপুর মহকুমা আদালত। মঙ্গলবার বিকেলে বিচারক অমিতাভ মুখার্জি এই মামলার ১৩ জন অভিযুক্তকেই দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন।

চলতি বছরের ১২ এপ্রিল ওয়াকফ বিল সংশোধনীর প্রতিবাদ চলাকালীন নৃশংসভাবে খুন হন হরগোবিন্দ দাস ও তাঁর ছেলে চন্দন দাস। অভিযোগ ছিল, উন্মত্ত জনতা বাড়ি থেকে টেনে বের করে তাঁদের কুপিয়ে হত্যা করে। রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল (SIT) ৯৮৩ পাতার চার্জশিট পেশ করেছিল, যেখানে মোট ৩৮ জনের সাক্ষ্য নেওয়া হয়। এপ্রিলের ঘটনার পর ডিসেম্বরের মধ্যেই বিচার প্রক্রিয়া শেষ করে নজির গড়ল আদালত।

সাজা প্রাপ্তরা হলো— হযরত শেখ, দিলদার নদাব, আসমাউল নদাব, ইনজামুল হক, জিয়াউল হক, ফেকারুল শেখ, আজফারুল শেখ, মনিরুল শেখ, ইকবাল শেখ, সাবা করিম, নুরুল ইসলাম, ইউসুফ শেখ এবং আকবর আলি। সাজা ঘোষণার পর আদালত চত্বরে কান্নায় ভেঙে পড়েন দোষীদের পরিজনেরা। অন্যদিকে, দ্রুত বিচার ও দোষীদের কঠোর শাস্তিতে সন্তোষ প্রকাশ করেছে নিহতদের পরিবার।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy