মুর্শিদাবাদের জাফরাবাদে গত ১২ এপ্রিল ওয়াকফ বিল সংশোধনী আন্দোলনের আবহে বাবা হরগোবিন্দ দাস ও ছেলে চন্দন দাসকে বাড়ি থেকে টেনে বের করে কুপিয়ে খুনের ঘটনায় নজিরবিহীন দ্রুততায় রায় দিল আদালত। মঙ্গলবার বিকেল ৫টায় জঙ্গিপুর মহকুমা আদালতের বিচারক অমিতাভ মুখার্জি ১৩ জন দোষীকেই যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। রাজ্য পুলিশের স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম (SIT) ৯৮৩ পাতার চার্জশিট পেশ করেছিল। ৩৮ জন সাক্ষীর বয়ানের ভিত্তিতে ঘটনার মাত্র ৮ মাসের মধ্যে এই সাজা ঘোষণা করা হলো। এই রায়ে খুশি নিহতের পরিবার, অন্যদিকে আদালত চত্বরেই কান্নায় ভেঙে পড়েন দোষীদের আত্মীয়রা।
Home
OTHER NEWS
জাফরাবাদ হত্যাকাণ্ডে ঐতিহাসিক রায়! ৮ মাসের দ্রুত বিচারে ১৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড