লিফটে উঠলেই আমরা নিজেদের একটু দেখে নিই, চুল বা পোশাক ঠিক করি। কিন্তু আপনি কি জানেন, প্রতিটি লিফটে আয়না থাকার পেছনে কেবল সাজসজ্জা নয়, বরং কাজ করে মনস্তাত্ত্বিক ও বৈজ্ঞানিক কারণ? এটি যেমন নিরাপত্তার কথা ভেবে লাগানো হয়, তেমনই শারীরিক প্রতিবন্ধকতা থাকা ব্যক্তিদের যাতায়াত সহজ করে তোলে।
ভয় কাটাতে ও নিরাপত্তা বজায় রাখতে: অনেকেরই বদ্ধ জায়গায় দমবন্ধ ভাব বা ‘ক্লস্ট্রোফোবিয়া’র সমস্যা থাকে। আয়না লিফটের ছোট কেবিনকে দৃশ্যত বড় ও প্রশস্ত দেখায়, যা মনের উদ্বেগ কমিয়ে দেয়। পাশাপাশি আয়নার মাধ্যমে নিজের পেছনে কে দাঁড়িয়ে আছে বা কেউ কোনো অনভিপ্রেত কাজ করছে কি না, তা সহজেই দেখা যায়। ফলে নিরাপত্তাহীনতার ভয় অনেকটাই কেটে যায়।
হুইলচেয়ার ব্যবহারকারীদের বড় ভরসা: লিফটের ছোট জায়গায় হুইলচেয়ার ঘোরানো বা উল্টো দিকে ফেরা বেশ কঠিন। আয়না থাকায় হুইলচেয়ার ব্যবহারকারীরা পেছনে না তাকিয়েও অনায়াসেই দেখতে পান লিফট কতটা খালি আছে বা দরজা কখন খুলছে। এছাড়াও একঘেয়েমি কাটাতে এবং ছোট জায়গাটি আলোকিত রাখতে আয়না ম্যাজিকের মতো কাজ করে। তাই এবার লিফটে চড়ার সময় মনে রাখবেন, ওই আয়নাটি আপনার কেবল সৌন্দর্যের জন্য নয়, সুরক্ষার জন্যও বটে।