জাতীয় সংখ্যালঘু অধিকার দিবস, ভারতীয় সংবিধানে সংখ্যালঘুদের সুরক্ষা কবচ

ভারত প্রতি বছর ১৮ই ডিসেম্বর ‘জাতীয় সংখ্যালঘু অধিকার দিবস’ পালন করে। ১৯৯২ সালে রাষ্ট্রপুঞ্জের ঘোষণার পর ভারত সরকার জাতীয় সংখ্যালঘু কমিশন প্রতিষ্ঠা করে। ভারতীয় সংবিধান ধর্মীয় ও ভাষাগত সংখ্যালঘুদের নিজস্ব সংস্কৃতি, ভাষা ও ধর্মীয় স্বাধীনতা রক্ষার জন্য একাধিক মৌলিক অধিকার প্রদান করেছে।

সংবিধানের প্রধান ধারাগুলি:

  • আইনের চোখে সাম্য (ধারা ১৪, ১৫, ১৬): ধর্ম, জাতি বা বর্ণের ভিত্তিতে কোনো বৈষম্য করা যাবে না এবং সরকারি চাকরিতে সমান সুযোগ দিতে হবে।

  • ধর্মীয় স্বাধীনতা (ধারা ২৫-২৮): ধর্ম পালন, প্রচার এবং নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনার পূর্ণ স্বাধীনতা।

  • সাংস্কৃতিক ও শিক্ষা অধিকার (ধারা ২৯-৩০): সংখ্যালঘুদের নিজস্ব ভাষা ও লিপি সংরক্ষণের অধিকার এবং পছন্দমতো শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনার অধিকার।

  • বিশেষ সুরক্ষা (ধারা ৩৫০এ, ৩৫০বি): মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা এবং ভাষাগত সংখ্যালঘুদের অধিকার রক্ষায় বিশেষ আধিকারিক নিয়োগ।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy