জলসীমা লঙ্ঘন না কি পরিকল্পিত চাল? উত্তর বঙ্গোপসাগরে ৩৫ জন বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করল কোস্ট গার্ড

ভারতের এক্সক্লুসিভ ইকোনমিক জোন (EEZ)-এর মধ্যে অবৈধভাবে মাছ ধরার অভিযোগে দুটি বাংলাদেশি ট্রলার সহ ৩৫ জন নাবিককে আটক করল ভারতীয় কোস্ট গার্ড। ১৬ ডিসেম্বর ফ্রেজারগঞ্জের কাছে আইসিজি জাহাজ ‘অনমল’ টহল দেওয়ার সময় এই ট্রলার দুটিকে ভারতের জলসীমার অনেকটা ভেতরে দেখতে পায়। উদ্ধার করা হয়েছে প্রায় ৫০০ কেজি মাছ এবং মাছ ধরার সরঞ্জাম। ধৃতদের মেরিন পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

তবে এই ঘটনাকে নিছক ‘দিকভ্রান্তি’ হিসেবে দেখতে নারাজ দিল্লির গোয়েন্দা মহলের একাংশ। গত তিন মাসে শতাধিক বাংলাদেশি মৎস্যজীবীর আটক হওয়ার ঘটনাকে অনেকে ‘গ্রে-জোন অ্যাক্টিভিটি’ বা ভারতের সার্বভৌমত্বকে পরোক্ষভাবে চ্যালেঞ্জ জানানোর কৌশল হিসেবে দেখছেন। অভিযোগ উঠছে, বাংলাদেশে ভারতের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করতে এবং ভারত-বিরোধী আবেগ উসকে দিতে এই আটকগুলিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy