দীর্ঘ প্রতীক্ষার অবসান। আগামী ১৭ জানুয়ারি জলপাইগুড়িতে উদ্বোধন হতে চলেছে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন। শনিবার পাহাড়পুর সংলগ্ন এলাকায় নবনির্মিত এই ভবনের চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখলেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালসহ অন্যান্য বিচারপতিরা। রাজ্য সরকারের আইন দফতরের পক্ষ থেকে ইতিমধ্যে এই মেগা উদ্বোধনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
চাঁদের হাট জলপাইগুড়িতে: উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে জলপাইগুড়িতে বসতে চলেছে চাঁদের হাট। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণে উপস্থিত থাকবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিভিআইপিদের উপস্থিতির কথা মাথায় রেখে গোটা এলাকার নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। এদিন বিচারপতিরা জেলাশাসক শমা পারভিন এবং পুলিশ সুপার ওয়াই রঘুবংশীর সঙ্গে নিরাপত্তা ও পরিকাঠামো নিয়ে দীর্ঘ বৈঠক করেন।
উত্তরের বিচারব্যবস্থায় নয়া দিগন্ত: এর আগে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমও কাজের অগ্রগতি খতিয়ে দেখেছিলেন। ল্যান্ড ডিড হস্তান্তরের পর থেকেই যুদ্ধকালীন তৎপরতায় শেষ হয়েছে স্থায়ী ভবনের কাজ। এই স্থায়ী ভবন চালু হলে উত্তরবঙ্গের মানুষের বিচার পাওয়ার পথ আরও মসৃণ হবে। জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে সমন্বয় রেখে এখন শুধু শেষ মুহূর্তের সাজসজ্জার কাজ চলছে।