জয়নগর থেকে বিদেশের মাটি— অনলাইনে বিশ্বজয় করতে প্রস্তুত ‘আসল’ মোয়া

জামা-কাপড় বা ইলেকট্রনিক্স পণ্যের মতো এবার অনলাইনে কেনাকাটার তালিকায় যুক্ত হলো জয়নগরের মোয়া। প্লে-স্টোর থেকে বিশেষ অ্যাপ ডাউনলোড করে অর্ডার দিলেই মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে আপনার ঠিকানায় পৌঁছে যাবে নলেন গুড় আর কনকচূড় খইয়ের সুগন্ধে ভরা জিভে জল আনা মোয়া।

কীভাবে মিলবে এই পরিষেবা? বিশিষ্ট মোয়া ব্যবসায়ী রাজেশ দাস জানিয়েছেন, গ্রাহকদের সুবিধার্থে তাঁরা একটি ওয়েবসাইট (www.joynagar.com) এবং একটি মোবাইল অ্যাপ চালু করেছেন। প্লে-স্টোরে গিয়ে ‘জয়নগরের মোয়া’ লিখে সার্চ করলেই অ্যাপটি পাওয়া যাবে। সেখান থেকে অর্ডার করলে পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে ৪৮ ঘণ্টার মধ্যে মোয়া ডেলিভারি করা হবে। শুধু রাজ্য বা দেশ নয়, বিদেশের মাটিতেও এই মোয়া পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।

গুণগত মান ও জনমানসে প্রতিক্রিয়া: ব্যবসায়ীদের দাবি, অনলাইন ডেলিভারির ক্ষেত্রেও মোয়ার গুণগত মান এবং স্বাদের কোনো পরিবর্তন হবে না। জয়নগরের আসল স্বাদ অটুট রাখতে বিশেষ প্যাকিংয়ের ব্যবস্থাও করা হয়েছে। এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, এই ব্যবস্থার ফলে ভারতের বিভিন্ন প্রান্তের মানুষ ঘরে বসেই জয়নগরের আসল মোয়ার স্বাদ পাবেন, যা এই কুটির শিল্পের প্রসারে সাহায্য করবে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy