জমি-জট কাটবে? গৌড়বঙ্গের ৩ রেল প্রকল্পের ভাগ্য খুলতে রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক সুকান্তের, শুরু হবে দ্রুত কাজ

মালদা, দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর—’গৌড়বঙ্গের’ এই তিন জেলার রেল পরিষেবার উন্নয়ন এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা রেল সম্প্রসারণের কাজ দ্রুত শেষ করার আবেদন নিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৃহস্পতিবার দেখা করলেন বালুরঘাটের সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।

বৈঠকে সুকান্ত মজুমদার রেলমন্ত্রীকে একটি আর্জি চিঠি তুলে দেন। জানা গিয়েছে, রেলমন্ত্রী দ্রুত গৌড়বঙ্গের ওইসব জেলাগুলিতে কাজ শুরু করার আশ্বাস দিয়েছেন। এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো জমি-জটের কারণে থমকে থাকা গুরুত্বপূর্ণ রেলপথগুলির কাজ সম্পূর্ণ করা।

কী ছিল মূল আর্জি?

দীর্ঘদিন আগে বালুরঘাট থেকে হিলি, বুনিয়াদপুর থেকে কালিয়াগঞ্জ এবং গাজোল থেকে গুঞ্জরিয়া রেলপথ সম্প্রসারণের অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু অভিযোগ ওঠে, রাজ্য সরকারের তরফে জমি না মেলায় কাজ শুরু হয়েও বন্ধ হয়ে গিয়েছিল। এমনকি অনুমোদনের টাকাও প্রথম দফায় ফেরত চলে যায়।

দ্বিতীয় দফায় সুকান্ত মজুমদারের ব্যক্তিগত প্রচেষ্টায় এই সম্প্রসারণের কাজ ফের শুরু হলেও, তা চলছে অত্যন্ত ধীরগতিতে। এই কাজের গতি বাড়ানোর জন্যই সুকান্ত মজুমদার এবং রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল যৌথভাবে রেলমন্ত্রীর সঙ্গে দেখা করেন। তাঁরা তিন জেলার এই গুরুত্বপূর্ণ রেলপথগুলির কাজ দ্রুত সম্পন্ন করার অনুরোধ জানান।

বালুরঘাট থেকে বেঙ্গালুরু নতুন ট্রেন?

গুরুত্বপূর্ণ সম্প্রসারণের দাবি ছাড়াও, সাংসদরা বালুরঘাট থেকে বেঙ্গালুরু পর্যন্ত একটি নতুন ট্রেন চালু করা-সহ দুই দিনাজপুরের রেল উন্নয়নের অন্যান্য দাবিও রেলমন্ত্রীর কাছে পেশ করেছেন।

সাক্ষাৎ শেষে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশে ও রেলমন্ত্রীর প্রচেষ্টায় অর্থ বরাদ্দ হয়েছিল। সেই প্রকল্প যেন আমরা দ্রুত বাস্তবায়িত করতে পারি এবং মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের মানুষের উপকার করতে পারি, সেই প্রস্তাব রেলমন্ত্রীকে দিয়েছি।”

তিনি আরও বলেন, “আমরা জানি পশ্চিমবঙ্গে অনেকরকম বাধা আছে। বালুরঘাট-হিলি রেল প্রকল্পের জন্য আমাদের অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। তবে আমাদের বিশ্বাস, সেই সব বাধা অতিক্রম করে এই সমস্ত রেলপথ চালু করতে পারব। রেলমন্ত্রীও আমাদের আশ্বাস দিয়েছেন যে এই প্রকল্পের কাজগুলি দ্রুত শেষ হবে।”

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy