ছেলের বিরুদ্ধে ছিল অভিযোগ, এবার ঘর থেকে উদ্ধার বৃদ্ধ দম্পতির দেহ! বাঁকুড়ায় চাঞ্চল্য

ছেলের সঙ্গে বিবাদের জেরে কি চরম পরিণতি? বাঁকুড়ার ইন্দাস থানার কুশমুড়ি গ্রামে এক বৃদ্ধ দম্পতির রহস্যমৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতরা হলেন অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক দীনবন্ধু কুণ্ডু (৮৬) ও তাঁর স্ত্রী লক্ষ্মী কুণ্ডু (৭৬)। শনিবার সকালে ঘরের ভেতর থেকে বৃদ্ধার দেহ মেঝেতে এবং বৃদ্ধের দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে বলে মনে করছে পুলিশ।

থানা পর্যন্ত গড়িয়েছিল বিবাদ: স্থানীয় সূত্রে খবর, ছেলে অসিত কুণ্ডু ও পুত্রবধূ সুস্মিতা—উভয়েই শিক্ষকতা করলেও বাবা-মাকে সময় দিতেন না বলে অভিযোগ। এই নিয়ে অশান্তি চরমে ওঠায় দীনবন্ধুবাবু একবার পুলিশের দ্বারস্থও হয়েছিলেন। থানায় বসেই তখন মীমাংসা করা হয়। তবে সেই ক্ষোভ থেকেই কি এই ঘটনা? উঠছে প্রশ্ন।

ছেলের সাফাই: ঘটনার পর কান্নায় ভেঙে পড়লেও ছেলে অসিত কুণ্ডু দাবি করেছেন, বর্তমানে কোনো সমস্যা ছিল না। কয়েক সপ্তাহ আগের অশান্তি মিটে গিয়েছিল। তাঁর দাবি, “আমি সব দায়িত্বই পালন করতাম, তবুও কেন মিথ্যা অভিযোগ থানায় জানানো হয়েছিল জানি না।” পুলিশ আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy