মালদহের রতুয়া ১ নম্বর ব্লকের ভাদো গ্রাম পঞ্চায়েতের বটতলা আদর্শ হাই মাদ্রাসায় মিড-ডে মিল প্রকল্পের অর্থ নয়ছয়ের অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের তির খোদ প্রধান শিক্ষক মহম্মদ সাদের বিরুদ্ধে। গ্রামবাসীদের দাবি, প্রতিদিন যত সংখ্যক ছাত্রছাত্রী মিড-ডে মিল খায়, সরকারি খাতায় তার থেকে তিন গুণ বেশি পড়ুয়ার সংখ্যা দেখিয়ে দীর্ঘদিন ধরে টাকা আত্মসাৎ করছেন তিনি।
শুধু মিড-ডে মিল নয়, মাদ্রাসার পঠনপাঠন ও শিক্ষকদের হাজিরা নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, অনেক শিক্ষক স্কুলে না এসেই হাজিরা খাতায় সই করছেন এবং নিয়মবহির্ভূতভাবে বেশি ভর্তি ফি নেওয়া হচ্ছে। রতুয়া ১ নম্বর ব্লকের বিডিও সুব্রত বাউল জানিয়েছেন, অভিযোগ গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দুর্নীতি প্রমাণিত হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে এই সমস্ত অভিযোগ নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে চাননি অভিযুক্ত প্রধান শিক্ষক।