চাকরি দেবে বলে ১৫ লাখ গায়েব!’ অঙ্গনওয়াড়ি কর্মীর বাড়ির সামনে তুমুল বিক্ষোভ প্রতারিত মহিলাদের

উত্তর ২৪ পরগনা জেলার হাসনাবাদের বিশপুর এলাকায় সরকারি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগ উঠল। প্রতারিত মহিলারা অবশেষে প্রতারকের বাড়ির সামনে হাজির হয়ে তীব্র ক্ষোভ জানালেন। অভিযোগের কেন্দ্রে রয়েছেন ঘোলা পাড়ার ১২৩ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী বিশাখা জানা।

📌 ১৫ লক্ষ টাকা হাতানোর অভিযোগ:

স্থানীয় সূত্রে জানা গেছে, অঙ্গনওয়াড়ি কর্মী বিশাখা জানা এলাকার কয়েকজন মহিলাকে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। এই আশ্বাসের ভিত্তিতে তিনি ধাপে ধাপে মোট প্রায় পনেরো লক্ষ টাকা সংগ্রহ করেন। অভিযোগ, মোট সাতজনের কাছ থেকে এভাবে লক্ষাধিক টাকা নেওয়া হয়েছিল।

কিন্তু দিনের পর দিন, সপ্তাহ পেরিয়ে মাস গড়াতে থাকলেও চাকরির কোনো ব্যবস্থা হয়নি। দিনের পর দিন শুধু প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছিলেন বিশাখা। শেষমেশ মহিলারা বুঝতে পারেন, তাদের সঙ্গে চরম প্রতারণা হয়েছে।

📌 বাড়িতে বিক্ষোভ ও দাবি:

প্রতারিত মহিলারা এদিন সকালে বিশাখা জানার বাড়ির সামনে জমায়েত হন। কেউ কাঁদতে কাঁদতে নিজেদের কষ্টের কথা বলছেন, কেউ আবার ক্ষোভে ফেটে পড়ছেন। তাদের বক্তব্য, টাকা নেওয়ার পর কেবল আশা দেখানো হয়েছে। বর্তমানে চাকরি তো দূরের কথা, টাকা ফেরত পাওয়ারও কোনো নিশ্চয়তা নেই। তাদের টাকা গায়েব হয়ে যাওয়ায় তারা সর্বস্বান্ত হয়ে পড়েছেন।

প্রতারিত মহিলাদের স্পষ্ট দাবি, অবিলম্বে তাদের টাকা ফিরিয়ে দিতে হবে এবং অভিযুক্ত অঙ্গনওয়াড়ি কর্মীর বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে, যাতে ভবিষ্যতে আর কেউ এমন হয়রানির শিকার না হন। সরকারি প্রকল্পের সঙ্গে যুক্ত একজন কর্মীর এমন আচরণে স্থানীয়দের বিশ্বাসে আঘাত লেগেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এখন দেখার, প্রশাসন এই প্রতারণা চক্রের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy