ঘাটাল মাস্টার প্ল্যান থেকে ২০২৬-এর ভোট— সব প্রশ্নেই ‘ব্যালেন্সড’ দেব; এসআইআর বিতর্কে পালটা তোপ

ভোটার তালিকায় ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ বা তথ্যগত অসঙ্গতির জেরে এবার সপরিবারে নির্বাচন কমিশনের স্ক্যানারে অভিনেতা ও তৃণমূল সাংসদ দেব। আগামী ১৪ জানুয়ারি যাদবপুরের কাটজুনগর হাই স্কুলে এসআইআর (SIR) হেয়ারিংয়ে হাজিরা দিতে চলেছেন তিনি। দেবের সঙ্গে তাঁর বাবা, মা এবং বোনকেও সেখানে উপস্থিত থাকতে বলা হয়েছে। বুধবার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় ‘পথশ্রী-৪’ প্রকল্পের অধীনে প্রায় ২১ কিমি দীর্ঘ রাস্তার উদ্বোধন করতে এসে এই নিয়ে প্রথমবার মুখ খুললেন অভিনেতা।

সাংসদ দেব স্পষ্ট জানান, “আমি ভারতের নাগরিক এবং দেশের আইন মেনেই চলব। এটা যদি ল অফ দ্য ল্যান্ড হয়, তবে আমি সেটা ফলো করব।” নিজেকে নিয়ে সংবাদমাধ্যমে প্রতিনিয়ত চর্চা নিয়ে তাঁর সরস মন্তব্য, “কোনও না কোনও কারণে আমি হেডলাইনে থাকছিই।” ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে প্রশ্নের উত্তরে তিনি জানান, টেন্ডার জটিলতা কাটিয়ে কাজ অনেকটা এগিয়েছে এবং তিনি মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় বদ্ধপরিকর। তবে ২০২৬-এর বিধানসভা নির্বাচন বা দলের সুপ্রিম কোর্টে যাওয়া নিয়ে খুব একটা আলটপকা মন্তব্য করতে চাননি তিনি। তাঁর কথায়, “বাংলার মানুষ যা সিদ্ধান্ত নেবে, সেটাই হবে। আমি সব না জেনে মন্তব্য করতে পছন্দ করি না।”

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy