বৃহস্পতিবার সকালে উত্তরপ্রদেশের সুলতানপুরের ল্যাম্বুয়ায় ঘন কুয়াশার কারণে একটি নিয়ন্ত্রণহীন ট্রাক রাস্তার ধারের চায়ের দোকানে ঢুকে পড়ে। এই দুর্ঘটনায় দোকানের মালিকের ২৮ বছর বয়সী ছেলে রোহিত এবং ট্রাকচালক অঙ্কিত পালের মৃত্যু হয়েছে। আহত আরও তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকচালক স্টিয়ারিংয়ের মাঝে আটকে যাওয়ায় জেসিবি ও গ্যাস কাটার দিয়ে তাঁর দেহ উদ্ধার করা হয়।
অন্যদিকে, উত্তরপ্রদেশের আমরোহার দিল্লি-লখনউ জাতীয় সড়কে গভীর রাতে এক মর্মান্তিক দুর্ঘটনায় ভেঙ্কটেশ্বর ইউনিভার্সিটির চারজন এমবিবিএস (MBBS) ছাত্রের মৃত্যু হয়েছে। তাঁদের দ্রুতগামী গাড়িটি দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারলে এই বিপত্তি ঘটে। এছাড়া আমরোহার গজরৌলায় আরও একটি দুর্ঘটনায় বাইক আরোহী দুই যুবকের মৃত্যু হয়েছে।