রবিবার ভোরে ঘন কুয়াশার জেরে হরিয়ানায় দু’টি বড়সড় সড়ক দুর্ঘটনা ঘটেছে। ৫২ এবং ৩৫২ নং জাতীয় সড়কে বাস, গাড়ি ও ট্রাকের মধ্যে পরপর সংঘর্ষে অন্তত শতাধিক মানুষ দুর্ঘটনার কবলে পড়েন। তীব্র শৈত্যপ্রবাহের কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় এই বিপর্যয় ঘটেছে।
প্রথম ঘটনাটি ঘটে রবিবার সকাল ৮টা নাগাদ, ৫২ নং জাতীয় সড়কের উপর। কৈথল রোডওয়েজের একটি বাস প্রথমে একটি ডাম্পার ট্রাককে ধাক্কা মারে। সেই জট কাটার আগেই দ্রুত গতিতে আসা আরও একটি বাস সজোরে ধাক্কা মারে সেগুলিতে। এরপর একটি গাড়ি ও একটি মোটর সাইকেলও ধাক্কা খেয়ে উল্টে যায়, যার ফলে পরিস্থিতি সম্পূর্ণ লন্ডভন্ড হয়ে যায়। [Video still showing a car underneath a truck]
ঘটনাস্থলের ভিডিওতে দেখা গেছে, একটি এসইউভি গাড়ির সামনের অংশ ডাম্পারের নীচে ঢুকে গেছে এবং একটি গাড়ি অপর একটি গাড়ির উপর উঠে রয়েছে। এই ঘটনায় কোনও প্রাণহানি না ঘটলেও, গুরুতর আহত হয়েছেন এক মোটর সাইকেল চালক। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে, রেওয়ারিতে ৩৫২ নং জাতীয় সড়কের উপরও একটি বড় দুর্ঘটনা ঘটে। কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় তিন-চারটি বাসের মধ্যে তীব্র সংঘর্ষ হয়। এই ঘটনাতেও অনেকেই আহত হয়েছেন এবং তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রথম বাসটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে গেছে।
উল্লেখ্য, গত কয়েক দিন ধরে হরিয়ানায় তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ায় তীব্র শৈত্যপ্রবাহ চলছে এবং ঘন কুয়াশার দাপট বজায় রয়েছে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করে গাড়ি চালকদের নিরাপদ দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। এরই মধ্যে শনিবার নয়ডা এক্সপ্রেসওয়েতেও প্রায় এক ডজন গাড়ির মধ্যে একই ধরনের সংঘর্ষ হয়েছিল। পরিস্থিতি সামাল দিতে গৌতম বুদ্ধ নগর ট্রাফিক পুলিশ ১৫ ডিসেম্বর থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত গুরুত্বপূর্ণ হাইওয়েগুলিতে গতির সীমা বেঁধে দিয়েছে।