গোয়া অগ্নিকাণ্ড, থাইল্যান্ড থেকে ফিরিয়ে আনা হচ্ছে পলাতক দুই নাইটক্লাব মালিককে, শীঘ্রই হবে গ্রেফতারি

গোয়ার আরাপুরার এক নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে ২৫ জন কর্মী-সহ পর্যটকের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত এবং পলাতক দুই মালিক গৌরব ও সৌরভ লুথরাকে এবার থাইল্যান্ড থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। পুলিশ সূত্রে খবর, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ওই দুই অভিযুক্তকে ভারতে ফিরিয়ে আনা হতে পারে।

এই ঘটনার পর থেকেই দুই ভাই দেশ ছেড়ে থাইল্যান্ড পালিয়ে যান। এরপরেই তাঁদের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করে ভারতীয় কর্তৃপক্ষ।

থাইল্যান্ড সরকারের সহযোগিতা

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, থাইল্যান্ড সরকার এই বিষয়ে ভারত সরকারের সঙ্গে পূর্ণ সহযোগিতা করছে। তিনি বলেন, “থাইল্যান্ডের পক্ষ থেকে ভারতীয় তদন্ত সংস্থার সঙ্গে সহযোগিতা করা হচ্ছে এবং দুই মালিককে ভারতে ফিরিয়ে আনা হবে। এরপরেই তাদের উপর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

জানা গিয়েছে, লুথরা দুই ভাইয়ের ভিসা ইতিমধ্যেই বাতিল করা হয়েছে। ফলে তাঁরা এখন থাইল্যান্ডে অবৈধভাবে অবস্থান করছেন। থাই আইন অনুযায়ী, অবৈধভাবে থাকা ব্যক্তিদের তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

দুই মালিককে দেশে ফিরিয়ে আনার পর তাঁদের আইনানুগ ব্যবস্থার আওতায় আনা হবে এবং গোটা ঘটনাটির পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দেখা হবে বলে পুলিশ জানিয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy