২০২৫ সালের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ছয় মাসে গুগলের কাছে কনটেন্ট সরানোর জন্য ২৭৯টি অনুরোধ করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। গুগলের প্রকাশিত স্বচ্ছতা প্রতিবেদন অনুযায়ী, এসব অনুরোধের বেশির ভাগই ছিল সরকারের সমালোচনামূলক কনটেন্ট সরানোর জন্য। তবে সরকারের এই অনুরোধে গুগল কমই সাড়া দিয়েছে।
গুগল (অ্যালফাবেট) সম্প্রতি তাদের ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন মাসের স্বচ্ছতা প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বিভিন্ন সরকারি সংস্থার কাছ থেকে পাওয়া অনুরোধ, কনটেন্ট সরানোর পদক্ষেপ এবং এর ফলাফল তুলে ধরা হয়েছে।
অনুরোধের পরিসংখ্যান:
প্রতিবেদনে দেখা যায়, এই ছয় মাসে সরকার মোট ২৭৯টি অনুরোধে ১ হাজার ২৩টি আইটেম সরানোর আবেদন করেছে। এই সময়ের মধ্যে পাঠানো অনুরোধের মধ্যে সবচেয়ে বেশি, ১৮১টি অনুরোধই ছিল সরকারের সমালোচনামূলক কনটেন্ট সরানোর।
তুলনামূলকভাবে, ২০২৪ সালের প্রথম ছয় মাসে (যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল) এই অনুরোধের সংখ্যা ছিল ৩৩৭টি এবং আইটেমের সংখ্যা ছিল ৪ হাজার ৪৭০টি।
গুগলের পদক্ষেপ:
গুগল জানিয়েছে, বাংলাদেশ থেকে অনুরোধ করা আইটেমগুলোর:
৬৫ শতাংশের বেশি ক্ষেত্রে অনুরোধে পর্যাপ্ত তথ্য ছিল না।
১৬.১ শতাংশে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
৯ শতাংশ কনটেন্ট আগেই সরানো হয়েছে।
২.৫ শতাংশ আইনি প্রক্রিয়ায় সরানো হয়েছে।
৩.৭ শতাংশ নীতি অনুযায়ী সরানো হয়েছে।
৩.৫ শতাংশের ক্ষেত্রে কনটেন্ট পাওয়া যায়নি।
অর্থাৎ, সরকার সমালোচনামূলক কনটেন্ট সরানোর ক্ষেত্রে গুগল বেশিরভাগ অনুরোধই তথ্য ও বৈধতার অভাবে প্রত্যাখ্যান করেছে বা কোনো ব্যবস্থা নেয়নি।