সদ্য লোকসভায় পাশ হওয়া ‘জি রাম জি’ (G RAM G) বিল নিয়ে এবার রণংদেহী মেজাজে মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের এই পদক্ষেপে মহাত্মা গান্ধীকে চরম অপমান করা হয়েছে বলে দাবি করলেন বাংলার মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার কলকাতায় এক ব্যবসায়ী সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, কেন্দ্র নাম বাদ দিলেও বাংলা গান্ধীজিকে যথাযোগ্য সম্মান দেবে। রাজ্যের নিজস্ব ‘কর্মশ্রী’ প্রকল্পের নাম বদলে এখন থেকে মহাত্মা গান্ধীর নামে রাখা হবে বলে বড় ঘোষণা করলেন তিনি।
ব্যবসায়ী সম্মেলনে মমতা বলেন, ”১০০ দিনের কাজের নাম থেকে গান্ধীজির নাম বাদ দেওয়া আমি খুব অপমানজনক বলে বোধ করেছি। আপনি সম্মান না দিলে আমরা জানি কীভাবে সম্মান দিতে হয়।” শুধু তাই নয়, রাজ্য সরকারের সাফল্য তুলে ধরে তিনি জানান, বাংলাই একমাত্র রাজ্য যারা নিয়মিত পেনশন দেয় এবং বাধ্যতামূলক না হওয়া সত্ত্বেও প্রতি বছর ৮ শতাংশ হারে ডিএ প্রদান করে। পাশাপাশি শিল্পপতিদের রাজ্যে বিনিয়োগের আহ্বান জানিয়ে জেএসডব্লিউ-এর ১৬ হাজার কোটি টাকার পাওয়ার প্লান্ট এবং দেউচা পাঁচামি প্রকল্পের দ্রুত অগ্রগতির আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।