গান্ধীজিকে অপমানের বদলা! কেন্দ্রের পাল্টা ‘কর্মশ্রী’র নাম বদলে ‘মহাত্মা গান্ধী’ করছেন মমতা

একদিকে যখন লোকসভায় ১০০ দিনের কাজের প্রকল্পের নাম বদলে ‘ভিবি-জি রাম জি’ বিল পাশ করল কেন্দ্র, ঠিক তখনই পাল্টা চাল দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ধনধান্য অডিটোরিয়ামে আয়োজিত বিজনেস কনক্লেভ থেকে তিনি ঘোষণা করেন, রাজ্য সরকারের নিজস্ব কর্মসংস্থান প্রকল্প ‘কর্মশ্রী’র নাম পরিবর্তন করে এবার মহাত্মা গান্ধীর নামে রাখা হবে।

মমতার বক্তব্যের মূল নির্যাস:

  • লজ্জাজনক পদক্ষেপ: মুখ্যমন্ত্রী বলেন, “জাতির জনকের নাম জাতীয় প্রকল্প থেকে সরিয়ে দেওয়া অত্যন্ত লজ্জার। কেন্দ্র সম্মান না দিলে রাজ্য সেই সম্মান ফিরিয়ে দেবে।”

  • কাজের নিশ্চয়তা: কেন্দ্র টাকা আটকে দিলেও রাজ্য নিজের তহবিলে কাজ দিচ্ছে। বর্তমানে বছরে ৭৫ দিনের কাজ দেওয়া হলেও লক্ষ্যমাত্রা ১০০ দিনে নিয়ে যাওয়ার ঘোষণা করেছেন তিনি।

  • দিল্লিতে প্রতিবাদ: এদিকে সংসদ চত্বরে গান্ধী মূর্তির পাদদেশে সোনিয়া গান্ধী ও মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে বিক্ষোভ দেখান বিরোধী সাংসদরা। বিরোধীদের অভিযোগ, এই নতুন বিল গ্রামীণ ভারতের অর্থনৈতিক ভিত্তি ধ্বংস করবে।

মুখ্যমন্ত্রীর এই মাস্টারস্ট্রোক একদিকে যেমন গান্ধীজির প্রতি রাজ্যের শ্রদ্ধা প্রকাশ করল, অন্যদিকে দিল্লির মোদী সরকারের প্রতি কড়া রাজনৈতিক চ্যালেঞ্জও ছুঁড়ে দিল।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy