খসড়া ভোটার তালিকা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। এই তালিকা প্রকাশের পরই এবার শুরু হয়ে গিয়েছে শুনানির প্রস্তুতি। যে সমস্ত ভোটারের নাম তালিকায় নেই, তাঁদের শুনানিতে ডাক পড়ার সম্ভাবনা রয়েছে।
কমিশনের নির্দেশ অনুযায়ী, আজ মঙ্গলবার থেকে নিয়মিত বুথে বসতে হবে বিএলও (BLO)-দের। এই প্রক্রিয়া চলবে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত। এই সময়ের মধ্যেই ভোটাররা তাঁদের নাম বাদ পড়া বা সংশোধন সংক্রান্ত সমস্ত অভিযোগ জানাতে পারবেন।
বিএলও-রাই ঠিক করবেন, অভিযোগকারীদের মধ্যে কাদের শুনানিতে ডাকা হবে। এই মর্মে এদিন থেকেই ভোটার তালিকার হার্ড কপি বিতরণ শুরু হয়েছে। বিডিও অফিস থেকে সেই হার্ড কপি সংগ্রহ করতে ভিড় জমাচ্ছেন বিএলওরা।
যাঁরা এখনও নিশ্চিত নন যে তাঁদের নাম তালিকায় রয়েছে কি না, তাঁরা সরাসরি বিএলএ (Booth Level Agent)-দের কাছ থেকেও এ বিষয়ে জেনে নিতে পারবেন। ১৫ জানুয়ারির আগে অভিযোগ জানিয়ে শুনানির মাধ্যমে তালিকায় নাম তোলার এটাই শেষ সুযোগ।