মুর্শিদাবাদে হুমায়ূন কবিরের ‘বাবরি মসজিদ’-এর শিলান্যাস অনুষ্ঠানকে কেন্দ্র করে ফের একবার চড়ল রাজনীতির পারদ। বুধবার এক সংবাদ সম্মেলনে শুভেন্দু অধিকারী সাফ জানিয়ে দিলেন, বিজেপি ক্ষমতায় এলে বাবর, আকবর, হুমায়ূন বা শাহজাহানের মতো মুঘল শাসকদের নাম পশ্চিমবঙ্গের বুক থেকে মুছে দেওয়া হবে। তাঁর স্পষ্ট প্রশ্ন, “জমি ও টাকা থাকলে মন্দির-মসজিদ বানান, তাতে আপত্তি নেই। কিন্তু ভারতের মন্দির ধ্বংসকারী একজন লুঠেরা ও আক্রমণকারী বাবরের নামে কেন প্রতিষ্ঠানের নামকরণ হবে?”
শুভেন্দু অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মদতে এক হাজার পুলিশ দিয়ে এই অনুষ্ঠানকে সুরক্ষা দেওয়া হয়েছে। একে ‘বাংলাদেশি মৌলবাদীদের আস্ফালনের প্রভাব’ হিসেবেও চিহ্নিত করেছেন তিনি। বিরোধী দলনেতার দাবি, “সরস্বতী পুজো করতে গেলে ছাত্রীদের হাইকোর্টে যেতে হয়, অথচ বাবরের নামে আস্ফালন করতে গেলে প্রশাসন অনুমতি ছাড়াই ছাড় দেয়।” এই ঘটনাকে প্রতীকী ধর্মীয় প্রতিষ্ঠান তৈরির বদলে রাজনৈতিক ও ধর্মীয় উন্মাদনা তৈরির চেষ্টা হিসেবেই দেখছে বিজেপি।