কোটি টাকা জিতেও শান্তি নেই! নিরাপত্তার জন্য লটারি জয়ী অমিত ঘোষের বাগদা থানায় আশ্রয়

মাত্র ১৪০ টাকার লটারির টিকিট কেটে রাতারাতি কোটিপতি বনে গেলেন উত্তর ২৪ পরগনার বাগদার সন্তোষা কলোনীর বাসিন্দা অমিত ঘোষ। কিন্তু বিপুল টাকা হাতে পেয়ে খুশির বদলে নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেন তিনি। ফলে বুধবার সকালে নিরাপত্তার জন্য তাঁকে ছুটতে হলো বাগদা থানার পুলিশের দ্বারস্থ হতে।

ভাগ্যবদল দমদম ক্যান্টনমেন্টে
কলকাতায় একটি বেসরকারি সংস্থায় কর্মরত অমিত ঘোষ মঙ্গলবার বিকেলে বাড়ি ফেরার পথে দমদম ক্যান্টনমেন্ট থেকে ভাগ্য পরীক্ষার জন্য ১৪০ টাকার লটারির টিকিট কেটেছিলেন। সন্ধ্যা ৬ টার খেলার সেই টিকিটেই তাঁর কপাল ফেরে।

পুরস্কার: বাড়িতে ফিরে লটারির ফলাফল পরীক্ষা করে অমিতবাবু জানতে পারেন তিনি প্রথম পুরস্কার বাবদ ১ কোটি টাকা জিতেছেন।

ভীতি: বিপুল অর্থ জয়ের আনন্দে আত্মহারা হলেও, এই টাকার জন্য তিনি নিজেকে সুরক্ষিত মনে করেননি। নিরাপত্তার অভাববোধ থেকেই তিনি সিদ্ধান্ত নেন পুলিশের দ্বারস্থ হওয়ার।

পুলিশের দ্বারস্থ লটারি জয়ী
বুধবার সকাল হতেই তিনি লটারির টিকিট নিয়ে বাগদা থানায় পৌঁছান এবং পুলিশকে পুরো বিষয়টি জানিয়ে নিরাপত্তার জন্য দারস্থ হন।

কষ্টের দিন থেকে স্বপ্নপূরণ
অমিত ঘোষের জীবন কেটেছে অনেক প্রতিকূলতার মধ্যে। জানা গিয়েছে, ছোটবেলাতেই তিনি তাঁর মাকে হারান এবং তাঁর মামা তাপস ঘোষের কাছেই তিনি বড় হয়েছেন। এখনও তিনি স্ত্রীকে নিয়ে একটি ভাড়া বাড়িতে থাকেন।

লটারিতে জেতা কোটি টাকা দিয়ে অমিত ঘোষের ইচ্ছা একটি নিজস্ব বাড়ি তৈরি করার। তিনি আশা প্রকাশ করেছেন, এই টাকায় আগামীতে তিনি সচ্ছলভাবে দিন কাটাতে পারবেন।

তাঁর মামা তাপস ঘোষ এই জয়ে খুশি হয়ে জানিয়েছেন, “ভগবান ওঁর মুখ তুলে চেয়েছে। আগামীতে ভাল থাকুক সেটাই চাই।”

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy