রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই প্রার্থী পদ ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে মালদহের রতুয়া। শাসকদল তৃণমূলের অন্দরে ‘নিরাপদ’ আসন হিসেবে পরিচিত এই কেন্দ্রে প্রার্থী হওয়ার হিড়িক পড়ে গিয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, একই আসনে লড়তে চেয়ে প্রায় ১৬ জন নেতা টিকিট পাওয়ার দৌড়ে সামিল হয়েছেন। খোদ রতুয়ার বর্তমান তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায় এই বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এনেছেন।
বিধায়ক সমর বাবু নিজেই জানিয়েছেন, জেলা তৃণমূলের সহ-সভাপতি ফজলুল হক-সহ একাধিক হেভিওয়েট নেতা এবার রতুয়া থেকে লড়তে আগ্রহী। তবে দলের এই অভ্যন্তরীণ ‘টিকিট-যুদ্ধ’ নিয়ে কড়া বার্তা দিয়েছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। তিনি স্পষ্ট জানিয়েছেন, কে প্রার্থী হবেন বা কার হাতে টিকিট উঠবে, সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন একমাত্র তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, শাসকদলের এই প্রার্থী পদের লড়াইকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ বিজেপি। বিরোধীদের দাবি, তৃণমূলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখন দেখার, শেষ পর্যন্ত দিদির ভরসা কার ওপর বজায় থাকে।