আইপিএল ২০২৬-এর মিনি নিলামে ২৫.২০ কোটি টাকায় ক্যামেরন গ্রিনকে কিনে যখন সাড়া ফেলে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স, ঠিক তখনই নিঃশব্দে কেকেআর শিবিরে জায়গা করে নিলেন আরও এক ক্রিকেটার। তবে তাঁর পারফরম্যান্সের পাশাপাশি তাঁর পরিচয় নিয়েও এখন জোর চর্চা শুরু হয়েছে ক্রিকেট মহলে। তিনি সার্থক রঞ্জন— বিহারের পূর্ণিয়ার পোড় খাওয়া নির্দল সাংসদ রাজেশ রঞ্জন ওরফে পাপ্পু যাদবের পুত্র।
৩০ লক্ষে বাজিমাত: মিনি নিলামে সার্থক রঞ্জনকে তাঁর বেস প্রাইস ৩০ লক্ষ টাকা দিয়ে দলে নিয়েছে কেকেআর। দিল্লির হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা এই তরুণ তুর্কি গত দিল্লি প্রিমিয়াম লিগে (DPL) ব্যাট হাতে বিধ্বংসী ফর্মে ছিলেন। তাঁর বড় শট খেলার ক্ষমতা দেখেই কেকেআর ম্যানেজমেন্ট তাঁকে নিজেদের স্কোয়াডে রাখার সিদ্ধান্ত নিয়েছে।
ছেলের সাফল্যে গর্বিত বাবা: ছেলের আইপিএলে সুযোগ পাওয়ার খবর আসতেই সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করেছেন সাংসদ পাপ্পু যাদব। তিনি লিখেছেন, “অভিনন্দন বেটু! জমিয়ে খেলো। নিজের প্রতিভার জোরে নিজের পরিচয় তৈরি করো এবং স্বপ্ন পূরণ করো। এবার সার্থকের নামেই আমাদের পরিচয় তৈরি হবে।” রাজনৈতিক মহলে বিতর্কিত ও শক্তিশালী ভাবমূর্তি থাকলেও, ছেলের ক্রিকেটীয় সাফল্যে একজন সাধারণ বাবার মতোই আনন্দিত হতে দেখা গেল তাঁকে।
কে এই সার্থক রঞ্জন? সার্থক মূলত একজন টপ-অর্ডার ব্যাটার। দিল্লির ক্রিকেট সার্কেলে তিনি বেশ পরিচিত নাম। বাবার রাজনৈতিক পরিচয়ের ছায়া থেকে বেরিয়ে নিজেকে একজন দক্ষ ক্রিকেটার হিসেবে গড়ে তোলার লড়াই চালাচ্ছেন তিনি। এর আগে মুস্তাক আলি ট্রফিতেও দিল্লির হয়ে খেলেছেন তিনি। এবার কেকেআর-এর বেগুনি-সোনালি জার্সিতে তাঁর আইপিএল অভিষেক দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
সম্পাদকের নোট: রাজনীতির সাথে ক্রিকেটের যোগসূত্র ভারতে নতুন নয়। তবে সার্থক রঞ্জনের মতো তরুণ ক্রিকেটাররা যখন নিজের যোগ্যতায় আইপিএলের মঞ্চে জায়গা পান, তখন তা আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে দাঁড়ায়।