কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশার চাদরে মোড়া ডুয়ার্সে এখন উৎসবের মেজাজ। পাহাড় থেকে সমতল—সবত্রই পর্যটকদের ঢল। এই পর্যটন মরসুমের মাঝেই এক পরম সুখবর নিয়ে এল প্রকৃতি। জলপাইগুড়ির গরুমারা জঙ্গল সংলগ্ন রামসাই পর্যটনকেন্দ্রে দেখা মিলল এক সদ্যোজাত গণ্ডার শাবকের। ৫ থেকে ৭ দিন বয়সের এই ছোট্ট অতিথির আগমনে রামসাইয়ের জঙ্গল এলাকায় এখন আনন্দের পরিবেশ।
বিরল মুহূর্তের সাক্ষী পর্যটকরা: সম্প্রতি রামসাই ওয়াচ টাওয়ার সংলগ্ন এলাকায় কুয়াশার আড়াল থেকে বেরিয়ে আসে মা গণ্ডার। তার ঠিক পাশেই টলমলে পায়ে হাঁটতে দেখা যায় এক ফুটফুটে শাবককে। বন দফতর সূত্রে খবর, রামসাগরের পাশে লবণের সন্ধানে বেরিয়েছিল মা গণ্ডারটি। সেই সময় পর্যটকদের নজরে আসে এই বিরল দৃশ্য। কেউ পেশাদার ক্যামেরায়, কেউ আবার মোবাইলে বন্দি করেছেন মা ও শিশুর এই মনকাড়া ভিডিও। ওয়াচ টাওয়ারের নিরাপদ দূরত্ব বজায় রেখে এই মুহূর্ত উপভোগ করছেন শত শত পর্যটক।
বন দফতরের স্বস্তি: গত বছরের বন্যায় রামসাই-সহ ডুয়ার্সের একাধিক বনাঞ্চলে বন্যপ্রাণের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছিল। সেই উদ্বেগ কাটিয়ে নতুন প্রাণের এই সঞ্চার বন আধিকারিকদের কাছে বড় স্বস্তির খবর। বনকর্মীদের মতে, শাবকটি সুস্থ রয়েছে এবং মা গণ্ডারটি তার কড়া পাহারা দিচ্ছে। নতুন এই সদস্যের আগমনে শীতের মরসুমে রামসাইয়ে পর্যটকদের ভিড় আরও বাড়বে বলে মনে করছে স্থানীয় প্রশাসন ও গাইডরা।