কুয়াশার জেরে নামল না প্রধানমন্ত্রীর কপ্টার! কুণালের কটাক্ষ— “এটা অ্যাক্ট অফ গড, যাত্রা ভঙ্গ!”

ঘন কুয়াশার কারণে নদিয়ার রানাঘাটের তাহেরপুরে নামতে পারল না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হেলিকপ্টার। সভার সমস্ত প্রস্তুতি তুঙ্গে থাকলেও শেষ মুহূর্তে আকাশপথের বাধার কারণে সভামঞ্চে পৌঁছানো সম্ভব হয়নি তাঁর। রাজভবন থেকে মাত্র ১৫ মিনিটের অডিও বার্তার মাধ্যমে ভাষণ শেষ করে মোদী স্পষ্ট জানান, “আমি আবার আসব, আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলব।” তবে এই ঘটনার নেপথ্যে রাজনীতির ছোঁয়া টেনে প্রধানমন্ত্রী বলেন, “আমি সেই সব নেতাদের মতো নই যারা আবহাওয়ার বাধা নিয়েও রাজনীতি করে।”

প্রধানমন্ত্রীর এই সফর ভণ্ডুল হওয়াকে কেন্দ্র করে রীতিমতো বিদ্রুপ শুরু করেছে তৃণমূল কংগ্রেস। রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ একে ‘অ্যাক্ট অফ গড’ বা ঐশ্বরিক বাধা বলে অভিহিত করেছেন। তিনি কটাক্ষের সুরে বলেন, “কাল পর্যন্ত আকাশ পরিষ্কার ছিল, কিন্তু ২৬-এর বিধানসভা ভোটের আগে প্রথম যাত্রাতেই এমন বাধা! অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আগেই বলেছিলেন সিটবেল্ট বেঁধে নিতে, বাংলার মওসুম বিজেপির জন্য বিগড়ে গিয়েছে।” এমনকি বায়ুসেনার হেলিকপ্টারের সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন কুণাল।

পাল্টা বিজেপি নেতৃত্ব জানিয়েছে, নিরাপত্তার খাতিরেই প্রতিকূল আবহাওয়ায় ঝুঁকি নেওয়া হয়নি। কুয়াশা কেটে গেলে আগামীতে প্রধানমন্ত্রী আবারও রানাঘাটে জনসভা করবেন। তবে একপক্ষ যখন একে প্রাকৃতিক বিপর্যয় বলছে, অন্যপক্ষ একে রাজনৈতিক পতন হিসেবে তুলে ধরে সম্মুখ সমরে নেমেছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy