‘কী দেখছিস?’ প্রশ্ন করেই চোটপাট! কাটিহারের রেস্তোরাঁয় অভব্য আচরণের জেরে বরখাস্ত বিহার পুলিশের অফিসার

বিহারের কাটিহার থেকে সম্প্রতি একটি ভয়ঙ্কর ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, যা দেখে রাজ্য জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, বিহার পুলিশের একজন অফিসার একটি রেস্তোরাঁয় ঢুকে এক টেবিলে বসে থাকা ভাই এবং বোনের উপর অকারণে চোটপাট শুরু করেন। ওই ভাই-বোন কেন তাঁদের উপর চিৎকার করা হচ্ছে তা জানতে চাইলে, ওই পুলিশ আধিকারিক কোনো প্রশ্নের উত্তর না দিয়ে উল্টে আরও জোরে চিৎকার শুরু করেন।

বিহার বিধানসভা নির্বাচনের আগে সাধারণ মানুষের উপর পুলিশের এই ধরনের ব্যবহারের ঘটনা প্রকাশ্যে আসতেই তীব্র প্রশ্ন উঠতে শুরু করে। দ্রুত গতিতে ভিডিয়োটি সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

ঘটনাটি কাটিহার জেলার বারসাই থানার এবং অভিযুক্ত অফিসার হলেন সেই থানার স্টেশন অফিসার (SHO)। বিহার প্রশাসনের তরফে জানানো হয়েছে, বারসাই থানার ওই পুলিশ আধিকারিকের অভব্য আচরণের কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে। সেই সঙ্গে সাধারণ মানুষের উপর অকারণে চোটপাট করার দায়ে বারসাই থানার ওই পুলিশ আধিকারিককে বরখাস্ত (Suspended) করা হয়েছে বলেও জানানো হয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy