কাল থেকেই আলোর সাজে তিলোত্তমা! বড়দিনের কার্নিভালে এবার খাবারের মেলা, কী কী চমক থাকছে পার্ক স্ট্রিটে?

শীতের শিরশিরানি আর কেকের গন্ধে ম ম করছে শহর। অপেক্ষার অবসান ঘটিয়ে আগামিকাল, অর্থাৎ বৃহস্পতিবার থেকেই বড়দিনের উৎসবে মাততে চলেছে তিলোত্তমা। মঙ্গলবার এক পাঁচতারা হোটেলে ‘কলকাতা ক্রিসমাস কার্নিভাল ২০২৫’-এর পূর্ণাঙ্গ নির্ঘণ্ট প্রকাশ করলেন রাজ্যের পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেন। এবার দেড় দশকে পা দিল এই মেগা উৎসব।

এবারের প্রধান আকর্ষণ কী? এবারের কার্নিভালের থিম মূলত ‘নারী শক্তি’ এবং ‘খাবারের বৈচিত্র্য’। পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে মোট ৩১টি খাবারের স্টল থাকবে, যার ৯০ শতাংশেরই মালিক মহিলারা। নারী ক্ষমতায়নের বার্তা দিতেই সরকারের এই বিশেষ উদ্যোগ।

ভোজনরসিকদের জন্য মেনু কার্ড: জিভে জল আনা খাবারের সম্ভারে থাকছে বৈচিত্র্যের ছোঁয়া। অ্যাংলো-ইন্ডিয়ান, গোয়ান, সিন্ধ্রি, মোগলাই ও খাঁটি বাঙালি পদের পাশাপাশি এবার বিশেষ পাওনা উত্তরবঙ্গের পাহাড়ী খাবার। প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৯টা ৪৫ মিনিট পর্যন্ত ভোজনবিলাসীদের জন্য খোলা থাকবে এই স্টলগুলি।

উৎসবের ক্যালেন্ডার একনজরে:
১৮ – ২৩ ডিসেম্বর: অ্যালেন পার্কে বিভিন্ন চার্চ ও খ্রিস্টান সম্প্রদায়ের উদ্যোগে ক্রিসমাস ক্যারোল ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

২৪ ও ২৫ ডিসেম্বর: ভিড় সামলাতে এবং নিরাপত্তার খাতিরে অ্যালেন পার্কের ভেতরের মঞ্চে কোনো অনুষ্ঠান রাখা হচ্ছে না।

২৬ ডিসেম্বর: কলকাতা পুলিশ ব্যান্ডের বিশেষ পারফরম্যান্স।

২৭ – ৩০ ডিসেম্বর: পর্যটন এবং তথ্য ও সংস্কৃতি দফতরের যৌথ উদ্যোগে সাংস্কৃতিক সন্ধ্যা।

আলোকসজ্জার মায়াজাল: পার্ক স্ট্রিট, বো ব্যারাক এবং সেন্ট পলস ক্যাথেড্রাল সংলগ্ন এলাকা যে মায়াবী আলোয় সাজানো হচ্ছে, তা শহরবাসী উপভোগ করতে পারবেন ৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। শুধু কলকাতা নয়, দার্জিলিং, কালিম্পং, চন্দননগর ও কৃষ্ণনগরের চার্চগুলিতেও থাকছে বিশেষ আলোকসজ্জা।

মন্ত্রী ইন্দ্রনীল সেন জানান, বিদেশি পর্যটক আসার নিরিখে পশ্চিমবঙ্গ বর্তমানে দেশে দ্বিতীয় স্থানে। ‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই মন্ত্রকে সামনে রেখেই সম্প্রীতির উৎসবে শামিল হতে সকল মানুষকে আহ্বান জানিয়েছেন তিনি।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy