‘কাজ চলবে, তবে চাপ কমাও’ BLO-দের সুরক্ষায় সহায়ক কর্মী নিয়োগের বিষয়ে রাজ্যগুলিকে পরামর্শ সুপ্রিম কোর্টের

বুথ লেভেল অফিসার (BLO)–দের ওপর ক্রমবর্ধমান কাজের চাপ এবং ক্ষেত্রবিশেষে আত্মহত্যার মতো মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় জড়িত কর্মীদের সুরক্ষা ও স্বস্তি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি–র ডিভিশন বেঞ্চ জানায়—রাজ্য সরকারগুলি চাইলে BLO–দের কাজে সহায়তার জন্য অতিরিক্ত কর্মী নিয়োগ করতে পারে।

সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ও নির্দেশ:

চরম চাপ হ্রাস: বেঞ্চ পর্যবেক্ষণ করে যে, অনেক BLO–ই নিয়মিত দায়িত্বের পাশাপাশি SIR-এর মতো সাংবিধানিক কাজ করতে গিয়ে চরম চাপের মুখে পড়ছেন। এই চাপ কমাতে আদালত রাজ্য সরকারগুলিকে সহায়ক কর্মী পাঠানোর বিষয়ে বিবেচনা করতে পরামর্শ দেয়। এতে কাজের সময় কমবে এবং অতিরিক্ত মানসিক চাপ হ্রাস পাবে।

ছাড়ের আবেদন বিবেচনা: আদালত পরিষ্কার জানিয়ে দেয় যে, কোনো কর্মী যদি যুক্তিসঙ্গত কারণ দেখিয়ে SIR ডিউটি থেকে ছাড় চান, রাজ্য সে আবেদন বিবেচনা করবে।

বদলি কর্মী নিয়োগ আবশ্যক: তবে কোনো কর্মীকে সরাতে হলে তাঁর বদলি কর্মী নিয়োগ করতেই হবে। কারণ, নির্বাচন কমিশনের (ECI) কাজ নির্বিঘ্নে চালাতে পর্যাপ্ত জনবল নিশ্চিত করা রাজ্যেরই দায়িত্ব।

মামলার প্রেক্ষাপট:

বিজয়ের দলের আবেদন: এই মামলাটি উঠে আসে অভিনেতা বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজগম (TVK)-এর আবেদনের ভিত্তিতে। তাঁদের দাবি ছিল, রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অ্যাক্টের ৩২ নম্বর ধারায় জারি করা কড়া পদক্ষেপ বন্ধ করা হোক।

কর্মীদের দুর্ভোগ: সিনিয়র অ্যাডভোকেট গোপাল শঙ্করনারায়ণন আদালতে জানান—অনেক BLO (যাঁরা স্কুলশিক্ষক বা আঙ্গনওয়াড়ি কর্মী) দিনের ডিউটি শেষে রাত তিনটে পর্যন্ত SIR-এর কাজ করতে বাধ্য হচ্ছেন। কোথাও কোথাও নাকি শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হচ্ছে, যা কর্মীদের মানসিকভাবে ভেঙে ফেলছে।

ECI-এর অবস্থান: ECI-এর পক্ষ থেকে সিনিয়র অ্যাডভোকেট মানিন্দর সিংহ জানান—শুধুমাত্র দায়িত্ব পালনে অনীহা দেখা দিলে তবেই ফৌজদারি ব্যবস্থা নেওয়া হয়েছে।

আদালতের বার্তা:

সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দেয়, SIR প্রক্রিয়া চলবেই, কারণ এটি ভোটার তালিকা সংশোধনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। তবে BLO–দের ওপর চাপ কমাতে রাজ্যকে পর্যাপ্ত জনবল, সহায়ক পরিবেশ এবং যুক্তিসঙ্গত ছাড়ের ব্যবস্থা নিশ্চিত করতেই হবে। রাজ্যগুলির সমন্বিত উদ্যোগেই নির্বাচন কমিশনের কাজ নির্বিঘ্নে চলবে—এই বার্তাই দিল দেশের সর্বোচ্চ আদালত।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy