কাঁপছে বাংলা! কলকাতায় ১০-এর ঘরে পারদ, এরই মাঝে সাগরে গভীর নিম্নচাপের ভ্রুকুটি

নতুন বছরের শুরু থেকেই দক্ষিণবঙ্গজুড়ে শীতের বিধ্বংসী মেজাজ অব্যাহত। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর থেকে দক্ষিণ—পুরো রাজ্যই এখন কার্যত বরফঘর। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১০.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা স্বাভাবিকের চেয়ে ৩.৬ ডিগ্রি কম। তবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি কমে ১৮.০ ডিগ্রিতে নেমে আসায় মহানগরীজুড়ে চরম ‘কোল্ড ডে’ পরিস্থিতি তৈরি হয়েছে। বাতাসে ৯৮% আর্দ্রতার কারণে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে শহর ও শহরতলি।

রাজ্যের অন্যান্য প্রান্তের পরিস্থিতি আরও ভয়াবহ। গত ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের শীতলতম স্থান ছিল শ্রীনিকেতন ও সিউড়ি, যেখানে পারদ ঠেকেছে ৬.২ ডিগ্রিতে। পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামে শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। উত্তরবঙ্গের পাহাড়ে তাপমাত্রা ১.৫ ডিগ্রিতে নামায় তুষারপাতের সম্ভাবনা প্রবল। কোচবিহার, জলপাইগুড়ি ও দুই দিনাজপুরে ঘন কুয়াশার জেরে দিনের বেলাতেও গাড়ি চলছে হেডলাইট জ্বালিয়ে। তবে হাড়কাঁপানো ঠান্ডার মাঝেই নতুন উদ্বেগ বাড়িয়েছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী সপ্তাহে এই সিস্টেমের জেরে আবহাওয়ার আমূল পরিবর্তন হতে পারে। শীতের কামড় আর নিম্নচাপের জোড়া ফলায় আপাতত জবুথবু গোটা বাংলা।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy