কসবা কাণ্ডে এবার পাল্টা মামলা: বিজেপি নেতার মেয়ের অভিযোগে গ্রেফতার ১, উত্তেজনা তুঙ্গে

কসবার একটি আবাসনে ঢুকে ‘তাণ্ডব’ চালানোর অভিযোগে সম্প্রতি গ্রেফতার হয়েছেন বিজেপি নেতা রাকেশ সিংহ এবং তাঁর পুত্র শিবম। সোমবার রাতে তাঁদের জালে তোলে পুলিশ। অভিযোগ, ওই আবাসনে ঢুকে বাবা-ছেলে মিলে মারধর ও তুমুল ঝামেলা শুরু করেছিলেন। আক্রান্তদের অভিযোগের ভিত্তিতেই পুলিশ দু’জনকে গ্রেফতার করে।

তবে এই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার উল্টো ছবি। রাকেশ সিং-এর মেয়ের করা পাল্টা শ্লীলতাহানির অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে সপ্তর্ষি খাঁ-কে।

স্থানীয় থানা সূত্রে খবর, এই ঘটনায় রাকেশ ও তাঁর পুত্রও পাল্টা অভিযোগ দায়ের করেছেন। উল্লেখ্য, কিছু দিন আগেই প্রদেশ কংগ্রেসের দলীয় কার্যালয়ে হামলার ঘটনাতেও রাকেশ ও শিবমের নাম জড়িয়েছিল। কসবার এই ঘটনা এখন অভিযোগ-পাল্টা অভিযোগে নতুন মাত্রা পাওয়ায় চাপানউতোর তুঙ্গে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy