কসবার একটি আবাসনে ঢুকে ‘তাণ্ডব’ চালানোর অভিযোগে সম্প্রতি গ্রেফতার হয়েছেন বিজেপি নেতা রাকেশ সিংহ এবং তাঁর পুত্র শিবম। সোমবার রাতে তাঁদের জালে তোলে পুলিশ। অভিযোগ, ওই আবাসনে ঢুকে বাবা-ছেলে মিলে মারধর ও তুমুল ঝামেলা শুরু করেছিলেন। আক্রান্তদের অভিযোগের ভিত্তিতেই পুলিশ দু’জনকে গ্রেফতার করে।
তবে এই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার উল্টো ছবি। রাকেশ সিং-এর মেয়ের করা পাল্টা শ্লীলতাহানির অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে সপ্তর্ষি খাঁ-কে।
স্থানীয় থানা সূত্রে খবর, এই ঘটনায় রাকেশ ও তাঁর পুত্রও পাল্টা অভিযোগ দায়ের করেছেন। উল্লেখ্য, কিছু দিন আগেই প্রদেশ কংগ্রেসের দলীয় কার্যালয়ে হামলার ঘটনাতেও রাকেশ ও শিবমের নাম জড়িয়েছিল। কসবার এই ঘটনা এখন অভিযোগ-পাল্টা অভিযোগে নতুন মাত্রা পাওয়ায় চাপানউতোর তুঙ্গে।