কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ইদানীংকালে একের পর এক ঐতিহাসিক ও কঠোর রায়ের সাক্ষী—নিয়োগ দুর্নীতিতে কেন্দ্রীয় সংস্থার তদন্ত, প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল এবং একুশের ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই তদন্তের নির্দেশ তার মধ্যে উল্লেখযোগ্য। একদিকে যেমন কড়া হাতে নির্দেশ দিয়েছেন বিচারপতিরা, তেমনই বহু সময় তাঁদের মানবিক রায়ও চোখে পড়েছে। আদালতের অভ্যন্তরে কী ঘটে, তা এখন লাইভ সম্প্রচারের জেরে প্রকাশ্যে আসে। ঠিক তেমনই একটি ঘটনার সাক্ষী হলো নেটমাধ্যম, যেখানে এক মামলার শুনানি চলার সময় বিচারপতি অমৃতা সিনহার ধমক খেতে হলো এক আইনজীবীকে।
ভাইরাল হওয়া কোর্টরুমের ভিডিও ক্লিপটিতে দেখা যাচ্ছে, বিচারপতি সিনহা যখন নথিপত্র খতিয়ে দেখতে ব্যস্ত, ঠিক তখনই আইনজীবী নিজের সওয়ালের প্রস্তুতির জন্য নথিপত্র উল্টোচ্ছিলেন। কিন্তু তিনি থুতু দিয়ে বারবার পাতার কোণ ভিজিয়ে ওল্টানোয় বিরক্ত হন বিচারপতি।
বিচারপতি অমৃতা সিনহা তাৎক্ষণিকভাবে তাঁকে থামিয়ে বলেন, “দয়া করে থুতু দিয়ে পৃষ্ঠা ওল্টাবেন না। এটা খুবই অস্বাস্থ্যকর। এটা করবেন না প্লিজ।”
আইনজীবী সঙ্গে-সঙ্গে ‘আমি দুঃখিত’ বললেও, বিচারপতি তাতে থামেননি। তিনি জিজ্ঞাসা করেন, “আপনার ব্যান্ড কোথায়? এটা কি পার্সোনাল ম্যাটার আপনার?” (আদালতে সওয়ালের সময় আইনজীবীরা কোটের সঙ্গে যে ব্যান্ড পরে থাকেন)।
আইনজীবী উত্তরে বলেন, তিনি ব্যান্ডটি ভুলে গিয়েছেন। এরপরই কঠোর নির্দেশ দেন বিচারপতি সিনহা, “চলে যান। আর আগে হাত ধুয়ে আসুন। আমি নয়ত এই কেস এখন শুনব না। আগে হাত ধুয়ে আসুন।” বিচারপতির এমন সরাসরি ও স্বাস্থ্যবিধির কড়াকড়ি নির্দেশ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।