কলকাতার ব্যর্থতা ভুলিয়ে হাসলেন মেসি! হায়দরাবাদে ভিড়ের নয়, ভালোবাসার উষ্ণতা পেলেন এলএম-১০

লিওনেল মেসির কলকাতা সফর বিতশ্রদ্ধায় শেষ হলেও, হায়দরাবাদ দেখাল সম্পূর্ণ উল্টো চিত্র। কলকাতার ভিড়ের ঠেলাঠেলিতে নির্ধারিত সময়ের আগেই মাঠ ছাড়তে বাধ্য হওয়া মেসি, হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে ফিরে পেলেন তাঁর চেনা হাসি। ম্যাচ জেতার পর যেমন চওড়া হাসি থাকে, সেই হাসিই দেখা গেল তাঁর মুখে।

শনিবার সন্ধ্যায় হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে নামার পর মেসি যেন স্বাভাবিক ছন্দে ফিরে এলেন। সন্ধে ৭টা ৫৫ মিনিট নাগাদ স্টেডিয়ামে পৌঁছন লিওনেল মেসি, সঙ্গে ছিলেন ল্যুই সুয়ারেজ় এবং রড্রিগো ডি’পল। ভিআইপি বক্সে বসে প্রদর্শনী ম্যাচ দেখার পর তাঁরা মাঠে নামেন।

মাঠে নেমেই খেলোয়াড়দের সঙ্গে হাত মেলালেন মেসি। দর্শকদের দিকে শটও মারলেন। হাসিমুখে গোটা মাঠ ঘুরে বেড়ালেন। যেখানে কলকাতা তাঁকে নির্ধারিত সময়ের আগেই মাঠ ছাড়তে বাধ্য করেছিল, সেখানে হায়দরাবাদ তাঁকে স্বাভাবিক পরিবেশে পেল। মাঠে নামেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। তিনি মেসিকে বল পাস করার চেষ্টা করে ব্যর্থ হন। অন্যদিকে, অক্লেশে গোল দিয়ে নিজের দক্ষতার প্রমাণ দিলেন এলএম-১০। হায়দরাবাদ প্রমাণ করল, এই শহরেও আন্তর্জাতিক মানের ইভেন্ট শান্ত ও সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy