বড়দিন ও নববর্ষের উৎসবের জোয়ারে যখন সাধারণ ট্রেনের টিকিটের হাহাকার তুঙ্গে, তখনই স্বস্তির খবর শোনাল উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে (NFR)। যাত্রীদের উপচে পড়া ভিড় সামলাতে এবং সফর আরও স্বচ্ছন্দ করতে উত্তর-পূর্ব ভারত, উত্তর ভারত ও দিল্লির মধ্যে তিন জোড়া ‘ক্রিসমাস ও নিউ ইয়ার স্পেশাল’ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রেলের ঘোষণা অনুযায়ী, গুয়াহাটি-সাইরাং, ডিব্রুগড়-লক্ষ্ণৌ এবং নয়া দিল্লি-কামাখ্যা রুটে এই বিশেষ ট্রেনগুলি চলবে। ২২ ও ২৪ ডিসেম্বর গুয়াহাটি থেকে সাইরাং-এর উদ্দেশ্যে রওনা দেবে বিশেষ ট্রেন। দূরপাল্লার যাত্রীদের জন্য ১৯ ডিসেম্বর ডিব্রুগড় থেকে লক্ষ্ণৌ স্পেশাল ট্রেনটি ছাড়বে, যাতে সাধারণ যাত্রীদের জন্য রাখা হয়েছে ১৪টি স্লিপার কোচ।
সবচেয়ে বড় চমক নয়া দিল্লি-কামাখ্যা রিজার্ভ স্পেশাল ট্রেন। ২০, ২৫ ও ৩০ ডিসেম্বর দিল্লি থেকে ছাড়বে এই ট্রেনটি। উন্নতমানের এসি ২-টায়ার, ৩-টায়ার এবং স্লিপার কোচে সজ্জিত এই ট্রেনগুলি উৎসবের দিনগুলোতে হাজার হাজার মানুষকে স্বস্তি দেবে। রেল কর্তৃপক্ষের দাবি, ‘গোল্ডেন পিরিয়ড’-এ যাত্রীদের নিরাপদ ও ঝামেলামুক্ত যাত্রা নিশ্চিত করতেই এই উদ্যোগ। যাত্রীরা ইতিমধ্যেই IRCTC-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে টিকিট বুকিং শুরু করতে পারবেন।