সামনেই বিধানসভা নির্বাচন, আর তার আগেই নিজের সংসদীয় এলাকায় উন্নয়নের গতি বাড়িয়ে মাস্টারস্ট্রোক দিলেন ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মাইসোরা গ্রাম পঞ্চায়েত এলাকায় ‘পথশ্রী ৪’ প্রকল্পের অধীনে নতুন রাস্তার উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি। ২০২৪-এর লোকসভা ভোটের সময় দেওয়া প্রতিশ্রুতি একে একে পূরণ করতে পেরে তিনি যে খুশি, তা এদিন স্পষ্ট করে দেন অভিনেতা-সাংসদ।
উদ্বোধনী অনুষ্ঠানে দেব বলেন, “প্রশাসনিক জট ও টেন্ডার সমস্যার কারণে কাজ শুরু করতে কিছুটা দেরি হয়েছে। কিন্তু এখন সেই বাধা কেটেছে।” ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও বড় আপডেট দিয়েছেন তিনি। দেব জানান, প্রকল্পের অনেক কাজই এখন টেন্ডার প্রক্রিয়ায় রয়েছে এবং কিছু জায়গায় কাজ শুরু হয়ে গিয়েছে। মানুষের উদ্দেশ্যে তাঁর বার্তা, “সাংসদ দেব যে কথা দিয়ে ভোট নিয়েছিল, সেই কথা সে রেখেছে।”
উন্নয়নমূলক কাজের পাশাপাশি বর্তমানে চর্চিত বিষয় ‘এসআইআর’ (SIR) শুনানি নিয়ে মুখ খুলেছেন দেব। নিজের কাছে আসা শুনানির নোটিশ প্রসঙ্গে তিনি জানান, “আমি এ দেশের নাগরিক। দেশের আইন (Law of the Land) যা বলবে, আমি সেটাই মেনে চলব। এই বিষয়ে ব্যক্তিগত ভাবে আমার কিছু বলার নেই।” বিতর্ক এড়িয়ে উন্নয়নের পথেই যে তিনি অবিচল, পাঁশকুড়ার মঞ্চ থেকে সেই আত্মবিশ্বাসী বার্তাই দিলেন দেব।