কচুরিপানা সরাতেই চক্ষু চড়কগাছ! হাওড়ায় ডোবা থেকে উদ্ধার পচাগলা দেহ, খুনের আতঙ্ক শ্যামচকে

এলাকায় কয়েক ঘণ্টা ধরে ছড়াচ্ছিল তীব্র পচা দুর্গন্ধ। টেকা দায় হয়ে পড়েছিল স্থানীয়দের। সেই গন্ধের উৎস খুঁজতে গিয়েই বৃহস্পতিবার দুপুরে সামনে এল এক হাড়হিম করা দৃশ্য। হাওড়ার পাঁচলা বনহরিপুর গ্রাম পঞ্চায়েতের শ্যামচক এলাকায় রাস্তার ধারের এক ডোবায় মিলল এক ব্যক্তির পচাগলা দেহ।

ঘটনাস্থল থেকে প্রাপ্ত তথ্য: স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল থেকেই এলাকায় প্রচণ্ড দুর্গন্ধ পাওয়া যাচ্ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা অসহ্য হয়ে ওঠে। রানীহাটী-আমতা রোডের বড়বাঁধ এলাকায় কচুরিপানায় ঘেরা একটি ডোবায় নজর পড়তেই দেখা যায়, এক ব্যক্তি মুখথুবড়ে পড়ে আছেন। দেহের ওপর ভনভন করছে মাছি।

মৃত ব্যক্তির পরনে ছিল কালো প্যান্ট ও কালো ফুলহাতা গেঞ্জি। খবর পেয়ে পাঁচলা থানার পুলিশ ঘটনাস্থলে এসে দেহটি উদ্ধার করে। এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত খুন করে দেহ লোপাটের চেষ্টা, তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy