মুর্শিদাবাদের সামশেরগঞ্জে চাঞ্চল্যকর বাবা ও ছেলেকে কুপিয়ে খুনের ঘটনায় ১৩ জন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল জঙ্গিপুর মহকুমা আদালত। ওয়াকফ আইন সংশোধনকে কেন্দ্র করে আন্দোলনের জেরে কয়েক বছর আগে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছিল। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার এই ঐতিহাসিক রায় শোনান বিচারক।
আদালত সূত্রে খবর, সামশেরগঞ্জের এই ঘটনার জেরে এলাকা উত্তপ্ত হয়ে উঠেছিল। ওয়াকফ সম্পত্তি এবং আইন সংক্রান্ত বিবাদের জেরে প্রকাশ্যে কুপিয়ে খুন করা হয় বাবা ও ছেলেকে। এই ঘটনায় মোট ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট গঠন করা হয়েছিল। প্রত্যক্ষদর্শীদের বয়ান এবং অকাট্য প্রমাণের ভিত্তিতে আদালত আজ অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও আর্থিক জরিমানার নির্দেশ দেয়।
নিহতদের পরিবারের সদস্যরা এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের দাবি, এই রায় সমাজের কাছে এক কড়া বার্তা পাঠাবে। অন্যদিকে, সাজা ঘোষণার পর আদালত চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল। অপরাধীদের এই সাজা আগামী দিনে এলাকায় শান্তি বজায় রাখতে সাহায্য করবে বলে মনে করছে ওয়াকফ সংশ্লিষ্ট মহল।