ওপার বাংলায় অগ্নিগর্ভ পরিস্থিতি। প্রতিবেশি দেশের টালমাটাল অবস্থায় সীমান্ত পেরিয়ে

অনুপ্রবেশের আশঙ্কায় এবার নজিরবিহীন সতর্কতা জারি করা হলো সুন্দরবনের জলপথে। আন্তর্জাতিক জলসীমানা ব্যবহার করে বাংলাদেশ থেকে আসা প্রতিটি পণ্যবাহী বার্জ ও জাহাজ এখন পুলিশের কড়া নজরে।

শনিবার সকাল থেকেই সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে শুরু হয়েছে ব্যাপক তল্লাশি অভিযান। বিশেষ করে নামখানা থানার পুলিশ হাতানিয়া-দোয়ানিয়া নদীতে বাংলাদেশি বার্জগুলোতে চিরুনি তল্লাশি চালাচ্ছে। জানা গিয়েছে, বাংলাদেশ থেকে বহু বার্জ কলকাতার খিদিরপুর, বজবজ এবং হলদিয়া বন্দরে যাতায়াত করে। বর্তমান পরিস্থিতিতে এই জলপথকে অত্যন্ত সংবেদনশীল হিসেবে দেখছে প্রশাসন। তল্লাশির পাশাপাশি বার্জে থাকা কর্মীদের ভিসা ও প্রয়োজনীয় সরকারি নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হচ্ছে।

একইসঙ্গে সুন্দরবনের প্রতিটি ফেরিঘাট ও গুরুত্বপূর্ণ পয়েন্টে নাকা তল্লাশি জোরদার করা হয়েছে। সন্দেহভাজন কাউকে দেখলেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বার্জে থাকা বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ দেওয়ার পাশাপাশি স্পষ্ট জানানো হয়েছে, নিয়ম বহির্ভূত কোনো কাজ বরদাস্ত করা হবে না। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে জলপথের প্রতিটি বাঁকে এখন কড়া নজরদারি চালাচ্ছে সুন্দরবন পুলিশ।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy