এসআইআর খসড়া তালিকা প্রকাশিত, নাম-ঠিকানায় ভুল থাকলে কী করবেন? অনলাইন-অফলাইনে ফর্ম ৮ পূরণের পদ্ধতি

বহু প্রতীক্ষার পর অবশেষে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো ভোটার তালিকা সংশোধনের (SI­R) খসড়া তালিকা। নির্বাচন কমিশনের ওয়েবসাইট electoralsearch.eci.gov.in-এ ক্লিক করলেই ভোটাররা নিজের ও পরিবারের সদস্যদের নাম খুঁজে দেখতে পারবেন। কমিশন সূত্রে জানা গিয়েছে, এই খসড়া তালিকা থেকে প্রায় ৫৮ লক্ষ ২০ হাজার ভোটারের নাম বাদ পড়েছে।

বাদ যাওয়া নামের তালিকা ও কারণ:

মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) দফতরের ওয়েবসাইটে বাদ যাওয়া ভোটারদের তালিকাও প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট ওয়েবসাইটে লগ ইন করে বাতিল হওয়া ভোটারদের নাম দেখা যাচ্ছে এবং সেই তালিকা ডাউনলোড করার সুবিধাও রয়েছে।

তালিকায় তথ্য ভুল থাকলে করণীয়:

খসড়া তালিকা প্রকাশের পরই একাধিক প্রশ্ন উঠেছে। অনেকের নাম তালিকায় থাকলেও ব্যক্তিগত তথ্যে ভুল দেখা যাচ্ছে—যেমন নামের বানান, বাবা বা মায়ের নাম, জন্ম তারিখ, লিঙ্গ বা ঠিকানার তথ্য। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাংলা ও ইংরেজি—দু’ভাষাতেই তথ্য থাকায় বানান ভুলের সমস্যাও বেশি হচ্ছে।

এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন জানিয়েছে, খসড়া তালিকায় যেকোনো তথ্য ভুল থাকলে ভোটারদের অবশ্যই ফর্ম ৮ (Form 8) পূরণ করতে হবে।

ফর্ম ৮ কীভাবে পূরণ করবেন?

ভোটাররা নিম্নলিখিত পদ্ধতিতে ফর্ম ৮ সংগ্রহ ও পূরণ করতে পারবেন:

১. অনলাইন পদ্ধতি: * নির্বাচন কমিশনের ওয়েবসাইটে অনলাইনে ফর্ম ৮ পূরণ করা যাবে। * ওয়েব ব্রাউজারে ‘Form 8 Voter ID’ লিখে সার্চ করলেও ফর্মের পিডিএফ কপি পাওয়া যাবে।

২. অফলাইন পদ্ধতি: * নিজের এলাকার বিএলও (BL­O)-র কাছ থেকেও এই ফর্ম সরাসরি সংগ্রহ করা সম্ভব।

ফর্ম ৮-এর মাধ্যমে কী কী সংশোধন করা যাবে?

ফর্ম ৮-এর মাধ্যমে ভোটাররা একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সংশোধন করতে পারবেন:

  • নাম এবং নামের বানান।

  • ছবি, জন্ম তারিখ, লিঙ্গ।

  • বাবা বা মায়ের নাম, আত্মীয়ের সঙ্গে সম্পর্ক।

  • ঠিকানা। এছাড়াও ভোটার কার্ডে ই-মেল আইডি ও মোবাইল নম্বর যুক্ত করার সুবিধাও রয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy