এসআইআর-এ নতুন ‘অপশন’ নিয়ে চরম সংঘাত! বিএলও-দের কাজ বয়কটের ডাক, উত্তাল নির্বাচন দফতর।

পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনী বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়াকে কেন্দ্র করে রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে বুথ লেভেল অফিসারদের (BLO) সংঘাত চরমে পৌঁছাল। খসড়া তালিকা প্রকাশ হয়ে যাওয়ার পর শনিবার হঠাৎ বিএলও অ্যাপে ‘রি-ভেরিফাই লজিক্যাল ডিসক্রিপেন্সিস’ (Re-verify Logical Discrepancies) নামে একটি নতুন অপশন যুক্ত করায় ক্ষোভে ফেটে পড়েছেন কর্মীরা। এর প্রতিবাদে আজ থেকেই এসআইআর-এর কাজ বয়কট করার হুঁশিয়ারি দিয়েছে বিএলও অধিকার রক্ষা মঞ্চ।

কমিশনের নির্দেশ অনুযায়ী, যে ৩২ লক্ষ ভোটার ‘আনম্যাপড’ হিসেবে চিহ্নিত হয়েছেন, তাঁদের তথ্যে কোনো যুক্তিগত অসঙ্গতি (যেমন- নামের বানান ভুল বা বয়সের পার্থক্য) থাকলে তা ফের যাচাই করতে হবে বিএলও-দের। এমনকি তথ্য সঠিক বলে মনে করলে বিএলও-দের একটি ‘আন্ডারটেকিং’ বা লিখিত ঘোষণাপত্রও দিতে হবে। এর ফলে সংশ্লিষ্ট ভোটারকে আর শুনানিতে (Hearing) ডাকা হবে না।

বিএলও অধিকার রক্ষা মঞ্চের অভিযোগ, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে অ্যাপে নতুন নতুন কাজের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। তনুশ্রী মোদক ভট্টাচার্য ও স্বপন মণ্ডলের মতো নেতৃবৃন্দ জানিয়েছেন, ১১ ডিসেম্বর কাজ শেষ হওয়ার পরেও কেন বারবার বাড়তি নির্দেশ দেওয়া হচ্ছে? এই বঞ্চনার প্রতিবাদে ২২ ও ২৩ ডিসেম্বর কলকাতার সিইও (CEO) অফিস অভিযানের ডাক দিয়েছেন তাঁরা। বর্তমানে এই অচলাবস্থার জেরে ভোটার তালিকা সংশোধনের কাজ থমকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy