কমলালেবু বললেই এতদিন মাথায় আসত দার্জিলিং বা নাগপুরের নাম। কিন্তু এবার সেই ধারণায় বদল আনতে চলেছে মুর্শিদাবাদ জেলা। আম আর লিচুর জন্য বিখ্যাত এই জেলায় এবার শুরু হয়েছে ভুটানের মিষ্টি কমলালেবুর চাষ। উদ্যান পালন দফতরের এই নতুন উদ্যোগ জেলার কৃষকদের জন্য নয়া দিশা নিয়ে এসেছে।
উদ্যান পালন দফতরের আধিকারিকরা জানিয়েছেন, ভুটানের এই কমলা মিষ্টি প্রজাতির। মুর্শিদাবাদের জলবায়ুর উপর নির্ভর করে বিশেষভাবে এই চারা গাছ তৈরি করা হয়েছে। তাঁদের পরামর্শ, সঠিকভাবে পরিচর্যা করা হলে মুর্শিদাবাদের মাটিতে এই কমলার ফলন যথেষ্ট ভালো হবে। এমনকি গাছে বর্তমানে যে ফলন দেখা যাচ্ছে, সঠিক যত্নে তার থেকেও বেশি ফল পাওয়া সম্ভব।
মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় এই চারা গাছ বিক্রি করা হচ্ছে। জেলার কান্দির বাইপাসে এই গাছের কদর বেশ ভালোই। বিক্রেতা মনোজ পাল জানিয়েছেন, সঠিক পরিচর্যা করলে নির্দিষ্ট মরশুমে গাছ ভরে ফল দেবে। শুধুমাত্র বাগানই নয়, যারা বাড়ির ছাদে টবে চাষ করতে আগ্রহী, তারাও এই কমলালেবু সহজেই ফলাতে পারবেন। বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ যদি সফল হয়, তবে দার্জিলিং বা নাগপুরের কমলার পাশাপাশি বাংলার বাজারে নতুন একটি বিকল্প তৈরি হবে।